
একবার এক লোক পেপসির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছিল এই দাবি করে যে তিনি ওই প্রতিষ্ঠানের একটি ক্যানের ভেতর ইঁদুর পেয়েছিলেন। পেপসি কোম্পানি আদালতে এই বলেছিল যে, যে সময়ে লোকটা ওই ক্যান খুলেছিল, ততদিনে ভেতরে ইঁদুর থাকলে সেটা জেলিতে পরিণত হতো।
আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নিয়মানুযায়ী ১৮ আউন্সের একটি পিনাট বাটার জারে ৪টি ইঁদুরের পশম থাকলে ক্ষতি নেই।
যুক্তরাষ্ট্রের বোতলজাত টমেটো সসের মধ্যে সর্বোচ্চ ৬০টি মাছির ডিম থাকা যাবে। এর বেশি থাকলেই সেটাকে দূষিত ধরা হবে!