বিলিভ ইট অর নট

বিলিভ ইট অর নট
  1. যুক্তরাষ্ট্রের মিনেসোটার বার্নসভাইলে প্রতিবছর আলু নিয়ে টানা কয়েক দিনের উৎসব হয়। সেখানে আলুভর্তার ওপর রেসলিং প্রতিযোগিতাও হয়।

  2. পাইলট যে দেশেরই হোক না কেন, তাকে ৩০০টি বিশেষ ইংরেজি শব্দ জানতে হয়। যাকে বলে এভিয়েশন ইংলিশ।

  3. ১৮৮০ সালে প্রথম টেক্সিডারমি (মৃত প্রাণী সংরক্ষণ প্রক্রিয়া) প্রতিযোগিতা হয়। আর ওই প্রতিযোগিতার বৈজ্ঞানিক গুরুত্বের কারণে পেশাটার ধরনই বদলে গিয়েছিল।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com