নেকলেস

জানতেন কি?
নেকলেস
  • ৪০ হাজার বছর আগে পাথরযুগেও মানুষ গলায় হার পরত।

  • আগের যুগে নারী-পুরুষরা তাদের নিজেদের হাতে শিকার করা প্রাণীর দাঁত বা হাড়ের নেকলেস পরত। পাশাপাশি শামুক, ঝিনুক ও পাথরের নেকলেসেরও চল ছিল তখন।

  • বিশ্বের সবচেয়ে দামি নেকলেসটি তৈরি করেছিল চীনের একটি প্রতিষ্ঠান। ‘আ হেরিটেজ ব্লুম’ নামের হারটিতে ব্যবহার করা হয়েছে ১১ হাজার ৫৫১টি হীরা। ৩৮৩ দশমিক ৪০ ক্যারেটের কণ্ঠহারটির দাম ২০ কোটি ডলার। দ্বিতীয় অবস্থানে আছে সাড়ে ৫ কোটি ডলার মূল্যের ‘ইনকমপেয়ারেবল’ নামের নেকলেসটি। এর কেন্দ্রে আছে বাদামি-হলদে ৪০৭ ক্যারেটের হীরা। সঙ্গে আছে আরও ৯৭টি সাদা হীরা।

  • অনেক আদিবাসী সম্প্রদায়ের মধ্যে নেকলেস নিয়ে কিছু বিশ্বাস কাজ করে। যেমন ন্যাটিভ আমেরিকানরা মনে করত, ভালুকের দাঁতের নেকলেস পরলে তারা বিপদ থেকে বাঁচবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com