
প্রাচীনকাল থেকে চীনা নারীরা সৌন্দর্যচর্চায় জেড পাথরের ব্যবহার করে আসছে। আমাদের দেশেও এ পণ্যটি এখন সহজলভ্য হওয়ায় সৌন্দর্যপ্রেমীদের কাছে এর কদর বাড়ছে। জেড রোলারের ব্যবহার ও উপকারিতা সম্পর্কে জানাচ্ছেন মারজান ইমু—
জেড স্টোন খুব ঠান্ডা এক ধরনের পাথর। এ পাথর ব্যবহারে কমবে ত্বকের ক্লান্তি আর বাড়বে রক্ত সঞ্চালন। জেড স্টোন রোলার ত্বকের তাপমাত্রা কমিয়ে দেয় শীতল অনুভূতি। ত্বকের ফোলাভাব কমানো, ডার্ক সার্কেল দূর করা এবং বয়সের ছাপ পড়তে বাধা দেওয়াসহ অসংখ্য উপকারিতা রয়েছে এ পাথরের নিয়মিত ব্যবহারে। তবে সঠিক নিয়মে ব্যবহার না করলে ত্বকের ক্ষতিও হতে পারে। তাই সঠিক নিয়মে ব্যবহার করতে হবে।
প্রথম কথা হচ্ছে, জেড রোলার ব্যবহারের আগে স্কিন কেয়ার রুটিন অনুসরণ করতে হবে। অর্থাৎ ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং করে তারপর জেড রোলার ব্যবহার করুন।
ত্বক ভালো করে ধুয়েমুছে প্রথমে টোনার লাগান। কয়েক মিনিট পর ময়েশ্চারাইজার বা ফেস ক্রিমে লাগিয়ে মুখের ত্বক নিচ থেকে ওপরের দিকে রোলার দিয়ে টেনে ম্যাসাজ করুন।
সৌন্দর্যচর্চায় এখন নানারকম শিট মাস্ক জনপ্রিয়। শিট মাস্ক মুখে লাগিয়ে জেড রোলার দিয়ে
ম্যাসাজ করলে মাস্কের কার্যকারিতা কয়েকগুণ বেড়ে যাবে।
ব্যবহারের আগে-পরে জেড স্টোন রোলার ফ্রিজে রাখুন। ত্বকে ঠান্ডা জেড স্টোন রোলার ম্যাসাজ করলে উপকার স্বাভাবিকের তুলনায় বেশি পাবেন।