
মগজের ভেতর ইলেকট্রনিক ব্রেন ইমপ্লান্টের মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) এক ডাচ ব্যক্তি হাঁটতে ও উঠে দাঁড়াতে পেরেছেন। আর এর জন্য তাকে শুধু হাঁটার চিন্তা করতে হয়েছে। সেই চিন্তাটাই বৈদ্যুতিক সংকেত আকারে পৌঁছে গেছে তার পায়ের পেশিতে। আর তাতেই পা চলেছে তার। প্রথমবারের মতো ‘মেডিকেল ইলেকট্রনিক ব্রেন ইমপ্লান্ট’ পাওয়া ওই ব্যক্তি বলেছেন, এতে তার জীবন বদলে গেছে।
গত ২৫ মে বিবিসির প্রতিবেদনে জানা গেছে ৪০ বছর বয়সী ওই ডাচ ব্যক্তির নাম গের্ট-জান ওস্কাম। তিনি ১২ বছর আগে একটি সাইকেল দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হয়েছিলেন।
গবেষকরা বলছেন, মস্তিষ্কে এ ধরনের প্রতিস্থাপন ও তার মাধ্যমে চিন্তাকে সংকেতে রূপান্তর করার পদ্ধতিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
ওস্কাম বলেন, ‘আমি যেন একটি শিশুর মতো নতুন করে হাঁটতে শিখছি। তবে এটি এমন এক আনন্দের বিষয়, যা অনেকেই বুঝতে পারবে না।’