ত্বক চর্চায় কলার খোসা

ত্বক চর্চায় কলার খোসা

বিভিন্ন ফেসপ্যাকে কলা ব্যবহার হয়। ত্বক চর্চার নানা পণ্য তৈরি হয় কলা দিয়ে। বাদ যায় না কলার খোসাও। কলা খেয়ে খোসাটা ত্বকে লাগালে ত্বকের কোনো সমস্যা নিয়ে আর ভাবতে হবে না। বিস্তারিত জানাচ্ছেন বিন্দিয়া বিউটি স্যালনের

রূপবিশেষজ্ঞ শারমিন কচি

ব্রণ দূর করতে

কলার খোসা ব্রণের জন্য দায়ী রোগ জীবাণু ধ্বংস করতে বেশ কার্যকর। কলা খেয়ে খোসাটা ত্বকে সার্কুলার মুভমেন্টে ঘষুন। ৩০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে ব্রণ মিলিয়ে যাবে। আর ব্রণের দাগও হবে না।

শুষ্ক ত্বকের জন্য

শুষ্ক ত্বক নিয়ে নাজেহাল হচ্ছেন। কলার খোসার ভেতরের অংশে এক টিমটি কফি আর আধা চামচ মধু দিয়ে ত্বকে ঘষুণ। প্রতিদিন গোসলের আগে এই প্যাক লাগালে ২ সপ্তাহের মধ্যেই শুষ্কতা কমে ত্বক মসৃণ ও মোলায়েম হয়ে যাবে।

তৈলাক্ত ত্বকে

তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ কমাতেও কার্যকর কলার খোসা। কলার খোসা পেস্ট করে এলোভেরা জেল আর মসুর ডালের গুঁড়া মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগান।

খোসপাঁচড়া দূর করে

ত্বকে কোথাও খোসপাঁচড়াজাতীয় কিছু হলে সেই জায়গায় কলার খোসা মেখে রাখুন, অথবা কলার খোসা পানির মধ্যে সিদ্ধ করে সেই পানি দিয়ে সংক্রমিত জায়গা কয়েক দিন ধুলে উপকার পাবেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com