কোস্টগার্ডের অভিযানে মিলল ৩৩ হাজার ইয়াবা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টেকনাফে অভিযান চালিয়ে ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল রোববার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশন। সাবরাং ট্যুরিজম পার্কের পাশে এক ব্যক্তিকে মোবাইল ফোনে বেশ কয়েকবার কথা বলতে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পরিচয় জানতে তার কাছাকাছি আসেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় তাদের দেখে দ্রুত সেখান থেকে কোয়াইংছড়ি পাড়ার দিকে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি। পরে কোস্টগার্ড সদস্যদের ধাওয়ার এক পর্যায়ে কাছে থাকা কাঁধ ব্যাগ রাস্তার পাশে ফেলে পালিয়ে যান তিনি। ব্যাগটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করেন কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ডের ওই কর্মকর্তা আরও বলেন, জব্দ করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com