
ভারতে শুরু হয়েছে ২ হাজার রুপির নোট বদল। এরপর থেকেই নোটটি হয়ে উঠেছে আতঙ্কের নাম। এ নোট থেকে গা বাঁচিয়ে চলতে চাইছেন ব্যবসায়ী থেকে সবাই। ফলে পদে পদে বিড়ম্বনায় পড়ছে মানুষ। সম্প্রতি এক স্কুটি চালক তেল নিয়ে ২ হাজার রুপির নোটের মাধ্যমে দাম পরিশোধ করেন। কিন্তু এ নোট নিতে কোনোমতেই রাজি নন পেট্রোল পাম্পের কর্মী। পরে তো তেল ফিরিয়েই নেওয়া হয়। বিচিত্র এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর হেসে খুন নেটপাড়া।
ভারতের উত্তরপ্রদেশের জালাউনের একটি পেট্রোল পাম্পে ঘটেছে এ ঘটনা। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ঘোষণা মতো, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নোট বদলের প্রক্রিয়া। তবে এর প্রভাব পড়ছে না আমজনতার চলনবলনে। তারা যত দ্রুত সম্ভব নোট বদলে ফেলতে চান। নিজের কাছে কোনোমতেই রাখতে চান না এ নোট।
ভিডিওতে দেখা যায়, এক যুবক পেট্রোল পাম্পে এসেছেন স্কুটিতে তেল ভরতে। সেই কাজ সম্পূর্ণ হয়। এরপর পাম্প কর্মীকে একটি ২ হাজার রুপির নোট দেন তিনি। কর্মী ওই নোট নিতে অস্বীকার করেন। ক্ষুব্ধ হন পেট্রোল পাম্পের অন্য কর্মীরাও। তারা বলেন, আপনার কাছে ২ হাজার রুপির নোট আছে, তা আগে বলেননি কেন? এরপরই যুবকের স্কুটি থেকে তেল বের করে নেওয়া হয়।
নেট দুনিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। এমন ঘটনায় নেটিজেনরা হাসিঠাট্টা করছেন। তবে অনেকের মতে, আগেরবার নোট বদলের ঘটনা মানুষ এখনো ভুলতে পারেনি। তাই তারা চাইছেন না আবার একইরকম ভোগান্তিতে পড়তে। সূত্র: সংবাদ প্রতিদিন