
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপিপন্থি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২৫ আইনজীবীকে আসামি করে মামলা করা হয়েছে। এতে অ্যাডভোকেট মহসিন রশিদ, অ্যাডভোকেট মামুন মাহবুব, অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ছাড়াও ১০০-১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগ থানায় আইনজীবী সমিতির সহকারী সুপারিনটেনডেন্ট মো. রফিকউল্লাহ এ মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে এক নারী আইনজীবীকে হেনস্তা ও যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একতরফা
নির্বাচনের প্রতিবাদ সমাবেশ চলাকালে সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুর করা হয়। এ ঘটনায় পরস্পরকে দোষারোপ করেন দুইপক্ষের আইনজীবীরা। এ ছাড়া বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন বলে উভয়পক্ষের
আইনজীবীরা দাবি করেন। জানা যায়, ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একতরফা নির্বাচনে ভোট চুরির অভিযোগের প্রতিবাদ এবং সমিতির নতুন নির্বাচনের দাবিতে বেশ কিছু দিন থেকে বিক্ষোভ করছে বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে পাল্টা বিক্ষোভ করে আসছেন। তার অংশ হিসেবে বিক্ষোভ চলাকালে একদল আইনজীবী একতরফা নির্বাচনে আওয়ামী সমর্থক প্যানেল থেকে বিজয়ী সমিতির সম্পাদকের কক্ষের দরজা ও জানালার গ্লাস ভাঙচুর করেন। ঘটনার সময় সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল কক্ষের ভেতরে অবস্থান করছিলেন।