ওয়ালিউল বিশ্বাস
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ১১:১১ এএম
প্রিন্ট সংস্করণ

‘এভরিহোয়্যার’ এভরিথিং

‘এভরিহোয়্যার’ এভরিথিং

৯৫তম একাডেমি পুরস্কার (অস্কার) আসরে আধিপত্য দেখিয়েছে হলিউড ছবি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। সেরা চলচ্চিত্র ও পরিচালকের পাশাপাশি জিতেছে সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা-অভিনেত্রীসহ সাত-সাতটি পুরস্কার। এ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন মিশেল ইয়ো, যিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রথম এশীয় অভিনেত্রী হিসেবে পুরস্কার পেলেন।

সিনেমাটি এগিয়েছে এভলিন ওয়াংকে (মিশেল ইয়ো) কেন্দ্র করে, যিনি যুক্তরাষ্ট্রে বসবাসকারী চীনা অভিবাসী। সরকারের লক্ষ্যবস্তু থেকে নিজেকে বাঁচানো ও মহাবিশ্বের বিভিন্ন শক্তিশালী সত্তার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে মরিয়া হয়ে ওঠেন তিনি। আবিষ্কার করেন প্যারালাল ইউনিভার্স। সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চারধর্মী এ সিনেমায় বর্তমান বিশ্বের নৈরাজ্যময় অবস্থাও তুলে ধরেছেন পরিচালক ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট।

এবার সেরা অভিনেতা হয়েছেন ‘দ্য হোয়েল’ চলচ্চিত্রের ব্রেন্ডন ফ্রেজার। এ ছাড়া বাঘা বাঘা সব শিল্পীকে পাশ কাটিয়ে সেরা মৌলিক গানের জন্য পুরস্কৃত হয়েছে ভারতের তেলেগু ছবি ‘আরআরআর’র ‘নাটু নাটু’ গানটি। দেশটি আরও একটি পুরস্কার ঘরে তুলেছে। তামিল ভাষার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার’ সেরা তথ্যচিত্র হয়েছে। কার্তিকি গনসালভেস এবং গুনিত মোঙ্গার এ ছবি নেটফ্লিক্সে দেখানো হয়েছিল।

শুধু পুরস্কারই নয়, আয়োজন দিয়েও চমকে দিয়েছে অস্কার কর্তৃপক্ষ। ছিল নানা ঘটনা। গতবারের চড়কাণ্ডের পর এবারও বারবার ফিরে এসেছে বিষয়টি। সঞ্চালক জিমি কিমেলই মজা করে বলেছেন বারবার। সেরা সিনেমার প্রতিযোগিতায় থাকা ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ ছবির গল্পের মতোই তিনি মঞ্চে এসেছিলেন গাধা নিয়ে। ৬০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লালগালিচা সরিয়ে বসানো হয়েছে শ্যাম্পেইন রঙা কার্পেট। যেখানে আলোকছটা ছড়িয়েছেন নানা দেশ, ইন্ডাস্ট্রির তারকারা।

ঝলমলে এ আয়োজনে পেটের সন্তান নিয়ে হাজির হন গায়িকা রিয়ানা। গেয়েছেন গানও। অন্যদিকে, বলাইবাহুল্য এবারের অস্কার ছিল ভারতীয়দের জন্য বিশেষ কিছু। দুটি পুরস্কারের পাশাপাশি মঞ্চে ভারতীয়দের প্রতিনিধত্ব করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অন্যদের সঙ্গে উপস্থাপকের দায়িত্ব পালন করেছেন তিনি। নানা কারণেই আলোচনায় থাকা এ তারকার ওপর বাড়তি নজর ছিল অস্কার কর্তৃপক্ষ ও সিনেমাপ্রেমীদের।

একনজরে বিজয়ীরা

সেরা চলচ্চিত্র : এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স, সেরা অভিনেতা : ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল), সেরা অভিনেত্রী :

মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়্যার অল

অ্যাট ওয়ান্স), সেরা পরিচালক : ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স), সেরা পার্শ্ব-অভিনেতা : কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স), সেরা পার্শ্ব-অভিনেত্রী : জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স), সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র : অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি), সেরা মৌলিক চিত্রনাট্য : এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স (ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট), সেরা রূপান্তরিত চিত্রনাট্য : উইমেন টকিং (সারাহ পলি), সেরা অ্যানিমেটেড সিনেমা : গিয়ের্মো দেল তোরো’স পিনোকিও (নেটফ্লিক্স), সেরা চিত্রগ্রহণ : অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জেমস ফ্রেন্ড), সেরা পোশাক পরিকল্পনা : ব্ল্যাক প্যান্থার—ওয়াকান্দা ফরেভার (রুথ কার্টার), সেরা প্রামাণ্যচিত্র : নাভালনি, সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র : দ্য এলিফ্যান্ট হুইসপারার্স, সেরা সম্পাদনা : এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স (পল রজার্স), সেরা রূপসজ্জা ও চুলসজ্জা : দ্য হোয়েল, সেরা মৌলিক সুর : অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (ভলকার বার্টেলমান), সেরা মৌলিক গান : নাটু নাটু (আরআরআর; সুরকার ও সংগীত পরিচালক এমএম কিরাবানি, গীতিকবি চন্দ্রবোস), সেরা শিল্প নির্দেশনা : অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (ক্রিস্টিয়ান এম গোল্ডবেক ও আর্নেস্টাইন হিপার), সেরা শব্দ : টপ গান—ম্যাভেরিক, সেরা ভিজ্যুয়াল ইফেক্টস : অ্যাভাটার—দ্য ওয়ে অব ওয়াটার, সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য ছবি : দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স এবং সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : অ্যান আইরিশ গুডবাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজার আমন্ত্রণে ভুটান গেছেন তথ্য প্রতিমন্ত্রী

নেতাকে ফাঁসাতে গিয়ে আ.লীগ কর্মী গ্রেপ্তার

কালবেলায় সংবাদ প্রকাশ / স্বাধীনতা দিবসের নামে চাঁদা দাবি করায় ইউএনওর ২ স্টাফ বদলি

স্কুটারে বসেই অফিস করছেন তিনি, ভিডিও ভাইরাল

মোস্তাফিজদের ম্যাচ দেখায় নতুন রেকর্ড

এখনো যুদ্ধ করার ক্ষমতা রাখে ফিলিস্তিনিরা

‘বিএনপি নেতাদের কথা শুনলে জিয়াউর রহমানও লজ্জা পেয়ে যেতেন’

কুমিল্লায় গত ১১ মাসে শতাধিক মামলায় গ্রেপ্তার ৪৬৭

বৃষ্টি হলেই সড়ক হয়ে যায় পুকুর, জনদুর্ভোগ চরমে

ব্রিটিশ গণমাধ্যমের তালিকা / পেলে-ম্যারাডোনা নয় সর্বকালের সেরা মেসি

১০

আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার

১১

৫ হাজার মূল্যের বাতি ২৭০০০ টাকায় কিনেছে রেল!

১২

মেট্রোরেলের ওপর দিয়ে যাওয়া ইন্টারনেট-ডিসের তার অপসারণের নির্দেশ

১৩

২০০ বছরের পুরোনো ‘গায়েবি’ মসজিদের গুপ্ত তথ্য

১৪

বিএনপির নেগেটিভ রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে : ওবায়দুল কাদের

১৫

জজশিপের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে দুদিনের কর্মশালা অনুষ্ঠিত

১৬

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৬ সেনা

১৭

জাভির পর কে হবেন বার্সা কোচ!

১৮

১ ঘণ্টায় শেষ রেলের ১৪ হাজার টিকিট

১৯

বিজিএপিএমইএর নির্বাচনের প্যানেল ঘোষণা

২০
*/ ?>
X