কালবেলা প্রতিবেদক, ঢাকা ও ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ১০:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

নির্বাচন এলেই আওয়ামী লীগ সাম্প্রদায়িক ঘটনা ঘটায় : ফখরুল

নির্বাচন এলেই আওয়ামী লীগ সাম্প্রদায়িক ঘটনা ঘটায় : ফখরুল

সরকার পরিকল্পিতভাবে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টা করছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের সময় ঘনিয়ে এলেই আওয়ামী লীগ সরকার নিজেই বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে তার দোষ বিএনপির ওপর চাপায়। এটা তাদের পুরোনো অভ্যাস। তবে এবার আর সেরকম করতে দেবে না বাংলাদেশের মানুষ। জনগণ এবার নিজের ভোট নিজেই দিতে চায়। গতকাল সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ির নিজ বাসভবন চত্বরে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগই হরতাল করেছিল। এখন তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তারা ৩০টি আসনও পাবে না, তাদের জামানত বাজেয়াপ্ত হবে। যখনই তারা ক্ষমতায় আসে তখনই তাদের স্বরূপে আবির্ভূত হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাহিদুর রহমান জাহিদ, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা বিএনপি, পৌর বিএনপি, থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা।

পঞ্চগড়ের ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জনগণ যখনই গণতন্ত্রের জন্য আন্দোলন গড়ে তুলছে, তখনই সরকার এ জাতীয় সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। একই সঙ্গে বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ন করতে চায়। ঘটনার পরপরই কোনো তদন্ত ছাড়াই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন—ওই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত। এতে বোঝা যায় যে ব্যাপারটা পূর্বপরিকল্পিত। এই সরকার গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে যত ধরনের অপপ্রচার চালানো যায়, তা তারা করছে।

বিএনপি মহাসচিব বলেন, সেখানে বিভিন্ন রঙের পতাকা দিয়ে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘর চিহ্নিত করা হয়। সেখানে নির্দয়, অমানবিক, নির্মমভাবে তাদের বাড়িঘরে আক্রমণ করে লুটপাট চালানো হয়েছে। ২ জন মানুষ প্রাণ দিয়েছেন। এ ঘটনার পরও আমরা কি দেখব যে, সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করবেন। তা না করে সরকার উল্টো বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টায় রয়েছে। উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা তাদের এখনো রয়েছে।

দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

এদিকে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন বিএনপি নেতা প্রভাষক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। গতকাল সোমবার জেলা কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন। এ সময় রাণীশংকৈল উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাবির ঘটনায় উদ্বেগ

এদিকে পঞ্চগড়ে ‘বিনা উসকানিতে’ গুলি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে গতকাল এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও নিরীহ মানুষের ওপর পুলিশ যেভাবে গুলি চালিয়েছে, তা সরকারের নিষ্ঠুরতার আরেকটি বহিঃপ্রকাশ। পুলিশের নির্বিচার গুলি ও হামলায় শত শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। একদিকে গুম-খুন-লুটপাট ও নিপীড়ন চলছে, অন্যদিকে চলছে গোয়েবলসীয় কায়দায় অকথ্য মিথ্যাচার। ক্ষমতা হারানোর ভয়ে সরকারের লোকজন উন্মাদ হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ এপ্রিল : নামাজের সময়সূচি

সাতক্ষীরায় ৬০ বছর পর ৩৩ বিঘা সরকারি জমি উদ্ধার

দাবদাহে ঝরছে লিচুর মুকুল, দুশ্চিন্তায় দিনাজপুরে চাষিরা

তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে কুমিল্লায় গাছ লাগাচ্ছে ছাত্রলীগ

ফরিদপুরের ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে : আব্দুর রহমান

২৪ ঘণ্টায় যুবলীগ ও ছাত্রলীগের ২ কর্মী খুন

ইরান-ইসরায়েল সংঘাতে বিপদে জর্ডান

‘হারল্যান স্টোর’ মিরপুর-১০ শাখার উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া

ভোলায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

ফিতরা জাকাতের টাকা চেয়ে খুদে বার্তায় প্রতারণার ফাঁদ

১০

এক সপ্তাহের মধ্যেই পরমানু বোমার ইউরেনিয়াম পাবে ইরান!

১১

ননদের বিয়েতে টিভি উপহার দিতে চাওয়ায় স্বামীকে হত্যা

১২

মেঘনা নদীতে ভেসে এলো খণ্ডিত পা

১৩

ঈশ্বরদীতে হিটস্ট্রোকে স্বর্ণকারের মৃত্যু

১৪

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

১৫

নারী চিকিৎসকের সেবা নেওয়া রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি : গবেষণা

১৬

সরকারকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

১৭

দেশে ফিরে কারাগারের লোমহর্ষক বর্ণনা দিলেন তারা

১৮

হরমোনজনিত সমস্যায় দেশের ৫০ শতাংশ মানুষ, জানেন না ৯০ শতাংশই

১৯

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

২০
*/ ?>
X