জাহাঙ্গীর ও তার মায়ের ওপর হামলা

টঙ্গীর পশ্চিম গোপালপুর এলাকায় বৃহস্পতিবার স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়
টঙ্গীর পশ্চিম গোপালপুর এলাকায় বৃহস্পতিবার স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়ছবি : কালবেলা

গাজীপুর সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের গাড়িবহরে আবারও হামলার ঘটনা ঘটেছে। এতে প্রার্থী জায়েদা খাতুন, তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, তার ক্যামেরাম্যান সুলতানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে টঙ্গী পূর্ব থানার ৪৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোপালপুরে এ হামলার শিকার হন তারা। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আমার মা জায়েদা খাতুন ও আমাকে হত্যার উদ্দেশ্যে টঙ্গীর গোপালপুর এলাকায় রবিউল, পাইলট, খান সুমনসহ ৮-১০ সন্ত্রাসী লোহার পাইপ ও হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা আমাদের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে। তিনি বলেন, কয়েকজন সাংবাদিক ঘটনার ভিডিও ধারণ করলে তাদের ক্যামেরা ও মোবাইল ফোন সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে যায়।

এদিকে ঘটনার সময় এমডি রাসেদুল ইসলাম, সুমনা চৌধুরীসহ কয়েকটি ফেসবুক আইডি থেকে লাইভ করতে দেখা গেছে। ওই ফেসবুক লাইভে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে দোষারোপ করে কথা বলতে শোনা গেছে।

টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘জায়েদা খাতুন নির্বাচনী প্রচারে আসবেন, এ বিষয়ে আগে কিছু জানাননি। ফলে আমরা অবগত ছিলাম না।’ ওসি জানান, গোপালপুরে প্রচারে গেলে অজ্ঞাতনামা ১০-১৫ জন হঠাৎ হামলা চালিয়ে প্রার্থী জায়েদা খাতুনের গাড়ি ভাঙচুর করে। এতে কয়েকজন আহত হন। এ ঘটনায় সাবেক মেয়রের গাড়িচালক শুভ বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ জনে বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়া পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার গণসংযোগ করেননি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান। তবে সকালে নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা জয়দেবপুর বাজার রোডে নৌকা প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার চালান। এ সময় তারা আজমত উল্লা খানের পক্ষে ভোটারদের সমর্থন প্রত্যাশা করেন।

পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশ মানে শেখ হাসিনা। আর শেখ হাসিনার প্রতীক নৌকা। এই সোজা হিসাবে গিয়ে আমি মনে করি, সিটি নির্বাচন হোক বা জাতীয়, মানুষ যেন ভুল না করে। আমরা মনে করি, নৌকা শ্রেষ্ঠ প্রতীক।

তিনি বলেন, শেখ হাসিনার উদারতার সুযোগ নিয়ে অনেকেই ঘরের শত্রু বিভীষণের ভূমিকা পালন করছেন। ইতিহাস থেকে জানা, ঘরের শত্রু বিভীষণের সংখ্যা সবসময় বাংলাদেশে ছিল, তবে তারা কখনোই জয়ী হতে পারে না।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com