জুনায়েদ শিশির
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ০৮:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

অনাবৃষ্টি তাপদাহে দুশ্চিন্তায় কৃষক

অনাবৃষ্টি তাপদাহে দুশ্চিন্তায় কৃষক

চৈত্র শেষে বৈশাখেও দেশের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। মানুষের সঙ্গে প্রচণ্ড গরমে পশুপাখিও হাঁপিয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির। জেলা পর্যায়ের খবরে জানা যাচ্ছে, তাপদাহের কারণে কৃষক মাঠে কাজ করতে পারছেন না। লোডশেডিংয়ের কারণে সেচও ব্যাহত হচ্ছে। এতে ধানের ক্ষেত শুকিয়ে যাচ্ছে। তবে ধান নিয়ে ক্ষতির আশঙ্কা দেখছে না সংশ্লিষ্ট দপ্তর। অন্যদিকে আম, পাট, ডাল, কুমড়া ও পানের বরজে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ফলে মৌসুমি ফসল নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন কৃষক। এ থেকে উত্তরণে ধানক্ষেতে ২ থেকে ৩ ইঞ্চি পানি ধরে রাখা এবং আম, পাট ও পানের ক্ষেতের আইলের পাশাপাশি সপ্তাহে দুদিন পাতায় পানি স্প্রে করার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ প্রক্রিয়ায় চলমান তাপদাহে ফসলের ক্ষতি হবে না এবং লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে দাবি করছে কৃষি দপ্তরটি।

এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা জেলায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস সৈয়দপুরে রেকর্ড করা হয়। কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি হলে তা ধানসহ ফসলের জন্য অসহনীয়। অন্যদিকে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) পূর্বাভাস দিয়েছে—জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ার অনেক দেশে প্রতিবছর তাপদাহ মারাত্মক হচ্ছে। এর প্রভাবে মাটিতে পানির স্তর নেমে যাচ্ছে, যার ফলে সেচে পর্যাপ্ত পানি পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। এতে কৃষক ও কৃষি ক্ষতিগ্রস্ত হবে। ফলে দেশগুলোতে খাদ্য সংকট দেখা দিতে পারে।

জানা গেছে, এ বছর হাওরাঞ্চলের বোরো ধান কাটা শেষের দিকে। ফসলও ভালো হয়েছে। অন্যদিকে গরমের কারণে বোরো ধানও পাকতে শুরু করেছে। এরই মধ্যে ২৫ ভাগ কৃষক তাদের ধান কাটা শেষ করেছেন।

লিচু ও আম চাষিরা জানিয়েছেন, অতিরিক্ত গরমে গাছ থেকে লিচু ও আমের মুকুল ঝরে পড়ছে। পানির অভাবে আকারে ছোট হয়ে আছে। পাটচাষিরা জানিয়েছেন, পানির অভাবে মাঠ শুকিয় যাচ্ছে। আর পানির অভাবে পানের বরজে (লতার) মাথা গুটিয়ে কালো হয়ে যাচ্ছে। এ ছাড়া অন্যান্য মৌসুমি ফসলের সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে।

খুলনার কয়রা উপজেলার কৃষক খোকন মণ্ডল জানান, বাজার ভালো থাকায় মুগ ডালের চাষ করেছেন তিনি। এ ছাড়া কিছু জমিতে মিষ্টি কুমড়া লাগিয়েছেন। কিন্তু অনাবৃষ্টি ও তাপদাহের কারণে মাটি শুকিয়ে গাছ মরে যাচ্ছে। গাছে মরিছা পড়ে যাচ্ছে বা ঝলসে যাচ্ছে।

লক্ষ্মীপুর জেলার কৃষক আলী আহমদ জানান, চলতি মাসের শুরুতে মৌসুমি বৃষ্টির কারণে ধানের জন্য ভালো হয়েছে। এখন গরমে ধান দ্রুত পরিপক্ব হয়ে উঠছে। এবং কৃষক ভালো ফসল পাচ্ছে। তবে উত্তর অঞ্চল থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, মাসের শুরুতে বৃষ্টির কারণে আগাম ধানচাষিরা খুশি হলেও যাদের শীষ দেরিতে এসেছে, অতি গরমে সেগুলো শুকিয়ে যাচ্ছে। দ্রুত পেকে যাচ্ছে এবং চিটা হয়ে যাচ্ছে।

প্রাসঙ্গিক বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) মো. আশরাফ উদ্দিন কালবেলাকে বলেন, ধান গবেষণা ও কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে কৃষদের জন্য বার্তা হলো—শীষ শক্ত হওয়া পর্যন্ত জমিতে ২ থেকে ৩ ইঞ্চি পরিমাণ পানি ধরে রখাতে হবে। পাট ও আমের ক্ষেত্রে সপ্তাহে এক দিন বা জরুরি মনে করলে দুই দিন (জমির আইলে) সেচ দিতে হবে। এ ছাড়া আমগাছের পাতায় পানি স্প্রে করা যেতে পারে। আর পানের বরজে সপ্তাহে এক দিন পানির স্প্রে দিলেই হবে।

তিনি বলেন, তাপমাত্রা বেশি হলেও এখন পর্যন্ত কৃষি জমির ফসল ঝুঁকিতে নেই। মাসের শুরুতে বৃষ্টিপাতের কারণে জমিতে পর্যাপ্ত পানি ছিল। এখন টানা গরমে কিছুটা সমস্যা হচ্ছে। এই অবস্থা চলতি সপ্তাহে অব্যাহত থাকলে সমস্যা হবে না এবং ফল উৎপাদন লক্ষ্যমাত্রাও ঠিক থাকবে। তবে দীর্ঘমেয়াদি হলে সমস্যা দেখা দিতে পারে বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসকেএফ ফার্মাতে চাকরি, কর্মস্থল ঢাকা

আ.লীগ দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে : মেজর হাফিজ

মিয়ানমারের গোলাগুলি-বিস্ফোরণের শব্দে কাঁপছে সেন্টমার্টিন

পায়ুপথে ৭০ লাখ টাকার সোনার বার পাচার অতঃপর...

নিজেদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে শিশুদের প্রতি গণপূর্তমন্ত্রীর আহ্বান

‘নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করার নির্দেশনা বাতিলের দাবি’

চাঁপাইনবাবগঞ্জে নগদ টাকা-মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

আমার এলাকায় দ্বৈত শাসন চলবে না : সাবেক ভূমিমন্ত্রী

লবণাক্ত পতিত জমিতে রসুন চাষে কৃষকের মুখে হাসি

মোংলায় বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

১০

সমাজসেবা অধিদপ্তরে ৩৪৮ জনের বিশাল নিয়োগ 

১১

দেশকে রাহুমুক্ত করতেই বিএনপির আন্দোলন : গয়েশ্বর

১২

মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর : পররাষ্ট্রমন্ত্রী 

১৩

ফেনীতে পৃথক স্থানে সড়কে ঝড়ল ২ প্রাণ

১৪

রাতেই ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

প্রতিবন্ধী ব্যক্তিকে কোলে নিয়ে কাবা দেখালেন নিরাপত্তাকর্মী

১৬

রেকর্ড গড়তে ১৩ সেকেন্ডে এক লিটার লেবুর শরবত পান

১৭

অনিয়মের অভিযোগে বন্ধ ৮২ লাখ টাকার সড়ক

১৮

এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা আনছে জলদস্যুরা!

১৯

পরিসংখ্যান ব্যুরোতে ৭১৪ জনের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে না বয়সের ছাড় 

২০
*/ ?>
X