আলী ইব্রাহিম
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

তিন সংস্থার সমন্বয়হীনতায় বাড়ছে শুল্ক জালিয়াতি

তিন সংস্থার সমন্বয়হীনতায় বাড়ছে শুল্ক জালিয়াতি

বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটির (বেপজা) এবং বাংলাদেশ কাস্টম–এই তিন প্রতিষ্ঠানের তথ্য আদান-প্রদানে সমন্বয়হীনতার কারণে বাড়ছে শুল্ক জালিয়াতি। নির্ধারিত সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডিফাইনে এলসি আইডি না পাওয়া, আমদানিকারক ছাড়া ভিন্ন ব্যাংক হিসাব থেকে পেমেন্ট এবং বেপজার ওয়েবসাইটে শুল্ক কর্মকর্তার পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ার কারণে পণ্য খালাসে অবাধে পার পেয়ে যাচ্ছেন অসাধু আমদানিকারকরা। তাই জালিয়াতি বন্ধে সরকারি এই তিন সংস্থার পক্ষ থেকে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদও দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কার্যপত্রে এসব তথ্য উঠে এসেছে।

এনবিআর সূত্র জানায়, পণ্য খালাসের ক্ষেত্রে আমদানি-সংক্রান্ত তথ্য নির্ধারিত সময়ে কাস্টমের কেন্দ্রীয় সার্ভার এসাইকুডায় পাচ্ছে না। এ কারণে কাস্টমস কর্মকর্তারা পণ্য শুল্কায়নের সময় কিছু ঘাটতি রয়ে যাচ্ছে। এই সুযোগ নিয়ে

বড় ধরনের পণ্য চালান বের হয়ে যাচ্ছে। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। আর বড় বড় জালিয়াতির ঘটনা ঘটেছে রপ্তানিমুখী বিদেশি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে। এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে বেরিয়ে যাচ্ছে আমদানিনিষিদ্ধ পণ্যও। এসব জালিয়াতি বন্ধে উদ্যোগ নিয়েছে এনবিআর। আর সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানের তথ্যগত দুর্বলতা কাটিয়ে উঠতে বেপজার সঙ্গে ইতোমধ্যে একটি সমঝোতাও সই করেছে এনবিআর। এ ক্ষেত্রে দ্রুত তথ্য সরবরাহের বিষয়ে জোর দেওয়া হয়েছে। যাতে জালিয়াতি চক্র ভুয়া নথিপত্র দাখিল করতে না পারে। পণ্য খালাসের আগেই অসাধু আমদানিকারক কিংবা সিঅ্যান্ডএফকে চিহ্নিত করা যায়। এ ছাড়া নতুন

সিঅ্যান্ডএফের পণ্য খালাসের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে শুল্ক কর্মকর্তাদের। জালিয়াতি বন্ধে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংক ডিফাইন এলসি আইডি দ্রুত এসাইকুডা সফটওয়্যারে প্রেরণ করবে। এতে এলসি জালিয়াতির ঘটনা কমে আসবে। আর কেউ এলসি জালিয়াতির চেষ্টা করতে চাইলে দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া যাবে।

এসব বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্ডের কমিশনার একেএম মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, জাপানিজ একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এসব অবৈধভাবে পণ্য খালাস করা হয়েছে। ইতোমধ্যে আমরা বেশকিছু উদ্যোগ নিয়েছি। বেপজার সঙ্গে এসাইকুডার একটি আন্তঃসংযোগ করা হয়েছে। এ ছাড়া বিদেশি প্রতিষ্ঠানের মনোনীত সিঅ্যান্ডএফের তালিকা নেওয়া হয়েছে বন্ড কমিশনারেট থেকে। বিদেশি প্রতিষ্ঠানের মনোনীত সিঅ্যান্ডএফ ছাড়া কেউ পণ্য খালাস করতে পারবে না। এ ছাড়া পণ্য খালাসের ক্ষেত্রে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট আমদানিকারকের মোবাইল ফোনে চারটি করে এসএমএস যাবে। এতে অবৈধভাবে পণ্য খালাস কমে আসবে বলে মনে করেন এই কর্মকর্তা।

সূত্র আরও জানায়, সম্প্রতি বেপজার ওয়েবসাইটে কাস্টমস কর্মকর্তাদের প্রবেশাধিকার সীমিত করেছে। সংস্থাটির ওয়েবসাইটে আমদানিকারক বা যে প্রতিষ্ঠানের নামে পণ্য আসছে বা খালাস হচ্ছে সেই প্রতিষ্ঠানের আইপি বা ইপি ছাড়া অন্য কোনো তথ্য তাৎক্ষণিক যাচাই করতে পারেন না কর্মকর্তারা। যে কারণে চাইলেও শুল্ক কর্মকর্তা জালিয়াতি রোধে ভূমিকা নিতে পারছেন না। এ ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তাদের বেপজার ওয়েবসাইটে প্রবেশাধিকার দ্রুত নিশ্চিত করতে হবে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়েছে। এখন থেকে শুল্ক কর্মকর্তাদের বেপজার দেওয়া একটি আইডি থাকবে। চাইলে এই কর্মকর্তা সংস্থাটির ওয়েবসাইটে প্রবেশ করে আমদানি বা রপ্তানিকারক প্রতিষ্ঠানের দাখিল করা তথ্য যাচাই-বাছাই করার সুযোগ থাকবে। আর কোনো কর্মকর্তা বদলি হলে তার আইডি বন্ধ করবেন এবং সংশ্লিষ্ট যে কর্মকর্তা আসবেন তাকে এই আইডি বুঝিয়ে দেবেন। এতে প্রতিষ্ঠানের তথ্য যাচাই-বাছাই করা যাবে। সেইসঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে জালিয়াতি বন্ধের উদ্যোগ কাজে আসবে।

সূত্র আরও জানায়, দেশের সবচেয়ে বড় কাস্টম হাউস চট্টগ্রামে শুল্কায়নের ক্ষেত্রে বড় দুর্বলতা স্ক্র্যানিংয়ের ক্ষেত্রেও। কারণ চট্টগ্রাম কাস্টমের পণ্য চালান স্ক্র্যানিং হয় বন্দরের মাঝামাঝি স্থানে। এ ক্ষেত্রে বন্দরের নির্দেশনা, যে গেট খালি থাকবে, সে গেট দিয়ে পণ্যবাহী গাড়ি বেরিয়ে যাবে। আর বন্দরের গেটে স্ক্র্যানিং সিস্টেম না থাকায় সহজে অসাধু সিন্ডিকেট চালান নিয়ে বেরিয়ে যায়। এই দুর্বলতা বন্ধে এই বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে আলাদা বৈঠক করারও সিদ্ধান্ত হয়েছে। যাতে যে গেটে স্ক্র্যানিং হবে, সেই গেটে পণ্য চালান খালাস করলে অনিয়ম কিছুটা কমবে। এ ছাড়া বিদেশি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির ঘটনা বন্ধে বিভিন্ন সময়ে চট্টগ্রাম বন্ড কমিশনারেট থেকে বেপজার সঙ্গে আন্তঃসংযোগের বিষয়টি জোর দেওয়া হয়েছে।

এসব বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলম বলেন, যেসব বড় বড় জালিয়াতির ঘটনা ঘটেছে, সেখানে আমদানিকারকের নাম ব্যবহার করা হয়েছে। যদি আমদানিকারকের ব্যাংক হিসাব থেকে পেমেন্টের ব্যবস্থা থাকত, তাহলে এসব জালিয়াতি নজরদারি এড়াতে পারত না। এটা মনিটরিংয়ের গুরুত্বপূর্ণ ধাপ বলেও মনে করেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক। এ ছাড়া ইপিজেডের বাইরেরও বহু প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এই ধরনের জালিয়াতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে সুনির্দিষ্ট কৌশল থাকা বাঞ্ছনীয় বলেও মনে করেন তিনি।

সূত্র আরও জানায়, সাধারণত যেসব জালিয়াতির ঘটনা ঘটেছে, বেশিভাগ ক্ষেত্রে এ ক্যাটাগরির কোম্পানির নাম ব্যবহার করা হয়েছে। এ ক্ষেত্রে আইজিএম সাবমিটের সঙ্গে সঙ্গে মেসেজ যাবে আমদানিকারকের মোবাইল নম্বরে। যাতে আমদানিকারক বিষয়টি জানতে পারেন। এ ছাড়া প্রি অ্যারাইভাল প্রসেসিং (পিএপি) বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ শিপিং এজেন্ট যেহেতু পণ্য সম্পর্কে অবগত থাকেন, তাই তাদের সঙ্গে বৈঠক করে পিএপি বাস্তবায়ন করতে হবে। তাহলে আইজিম, বিল অব এন্ট্রি পর্যায়ে জালিয়াতি অনেকাংশে কমে আসবে। এ ক্ষেত্রে অন চেসিস ডেলিভারির ক্ষেত্রে একটি ক্রস চেকের ব্যবস্থা এসাইকুডায় সংযোগ করা যায় কিনা, এনবিআরের সিস্টেম ম্যানেজার পরীক্ষা করে দেখবেন বলেও সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া এসাইকুডা সিস্টেমের মাধ্যমে স্ক্র্যানিং রিপোর্ট গেটে অবস্থানরত কর্মকর্তার কাছে দেওয়ার সম্ভাব্যতা যাচাই করারও সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এ ছাড়া এলসি ডিফাইন করা হলে ব্যাংকিং ডকুমেন্ট প্রডিউস করার প্রয়োজন হয় না। কিন্তু বেপজার ওয়েবসাইটের সঙ্গে এসাইকুডার ইন্টারফেইস না থাকার কারণে অসাধু সিন্ডিকেট এই সুযোগ নিচ্ছে বলেও এনবিআরের এক কার্যপত্রেও এসব বিষয় আলোচনায় উঠে এসেছে।

এ বিষয়ে এনবিআরের রপ্তানি ও বন্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্য হোসেন আহমদ বলেন, বিদেশি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সংঘটিত হওয়া জালিয়াতি নির্মূল করতে বেপজা এবং কাস্টমের তথ্য আদান-প্রদানের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন কাস্টমসের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে নগদ টাকা-মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

আমার এলাকায় দ্বৈত শাসন চলবে না : সাবেক ভূমিমন্ত্রী

লবণাক্ত পতিত জমিতে রসুন চাষে কৃষকের মুখে হাসি

মোংলায় বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

সমাজসেবা অধিদপ্তরে ৩৪৮ জনের বিশাল নিয়োগ 

দেশকে রাহু মুক্ত করতেই বিএনপির আন্দোলন : গয়েশ্বর

মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর : পররাষ্ট্রমন্ত্রী 

ফেনীতে পৃথক স্থানে সড়কে ঝড়ল ২ প্রাণ

রাতেই ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

প্রতিবন্ধী ব্যক্তিকে কোলে নিয়ে কাবা দেখালেন নিরাপত্তাকর্মী

১০

রেকর্ড গড়তে ১৩ সেকেন্ডে এক লিটার লেবুর শরবত পান

১১

অনিয়মের অভিযোগে বন্ধ ৮২ লাখ টাকার সড়ক

১২

এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা আনছে জলদস্যুরা!

১৩

পরিসংখ্যান ব্যুরোতে ৭১৪ জনের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে না বয়সের ছাড় 

১৪

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

১৫

বিডিজেএ'র সভাপতি মাসুম, সম্পাদক মাহবুব সৈকত

১৬

অন্তর্বাস না পরায় নারীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার হুমকি

১৭

ত্বক ঝকঝকে রাখবে তরমুজ

১৮

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে নেই কার্যত তদারকি

১৯

আঘাতের চিহ্ন পিঠে নিয়ে ভেসে এলো মৃত জোড়া কচ্ছপ

২০
*/ ?>
X