রাজন ভট্টাচার্য
প্রকাশ : ১২ মে ২০২৩, ১০:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

কাদেরকে বাদ দিয়ে কাউন্সিলের তৎপরতা রওশনপন্থিদের

কাদেরকে বাদ দিয়ে কাউন্সিলের তৎপরতা রওশনপন্থিদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে মাইনাস করে ফের দলের কেন্দ্রীয় সম্মেলন করতে তৎপর রওশনপন্থিরা। যদিও এরই মধ্যে জাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে। যে কোনো সময় দশম জাতীয় সম্মেলনের জন্য ফের তারিখ ঘোষণা হবে। সম্মেলন প্রস্তুতি কমিটি চূড়ান্ত করেছেন রওশন। জাপার প্রধান এই পৃষ্ঠপোষকের নেতৃত্বে আগামী নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। এজন্য সারা দেশে প্রার্থী বাছাই করতে পৃথক সাংগঠনিক টিমও গঠন করা হয়েছে। জেলায় জেলায় রওশনের পক্ষ থেকে গোছানো হচ্ছে কমিটি।

গত বুধবার রওশনপন্থি অন্তত ছয়জন কেন্দ্রীয় নেতার সঙ্গে কালবেলার পক্ষ থেকে কথা হয়েছে। তাদের কাছে জানতে চাওয়া হয়, কেন রওশন এরশাদ ও জি এম কাদেরের মধ্যে বিরোধ এই পর্যায়ে গেল। সবার বক্তব্য একটাই, নেতৃত্ব নিয়ে জটিলতা। সরকারের পক্ষ থেকে রওশনকে সমর্থন করায় ক্ষমতার দিক থেকে তিনি শক্তিশালী। তবে সাংগঠনিক দিক বিবেচনায় শক্তিশালী জি এম কাদের।

নেতারা জানান, দলের অন্তত ২০ জন কেন্দ্রীয় নেতাকে বাদ দেওয়া, আওয়ামী লীগকে বাদ দিয়ে পৃথক জোটে গিয়ে নির্বাচনে অংশ নিতে জি এম কাদেরের পরিকল্পনা ও এরশাদপুত্র সাদকে দলের গুরুত্বপূর্ণ পদে না রাখাই হলো বিরোধের মূল কারণ। সাম্প্রতিক সময়ে রওশন এসব বিষয় সমাধানে জি এম কাদেরকে লিখিত চিঠি ও সরাসরি বললেও দল থেকে বহিষ্কৃতদের ফেরাতে নারাজ তিনি। সেইসঙ্গে জাপার মূল নেতৃত্ব সাদের কাছে তুলে দিতেও সম্মত নন।

এই প্রেক্ষাপটে স্থগিত করা দলের সম্মেলন জুন মাসের মধ্যেই হতে পারে এমন আভাস দিয়েছেন তারা।

আলোচনা আছে, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে গাটছড়া বাঁধতে আগ্রহ জি এম কাদের। আওয়ামী লীগ বিষয়টি টেন পেয়ে রওশনের সহযোগিতা চান। কিন্তু রওশনের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেননি দেবর জি এম কাদের। এ নিয়ে সরকারের পক্ষ থেকে একাধিক সমঝোতা বৈঠকে কিছুটা উত্তেজনার পারদ নামলেও ফের বেড়েছে।

খবর আছে, বিএনপির সঙ্গে পথ চলতে দলটির মহাসচিবের সঙ্গে ইতোমধ্যে অনানুষ্ঠানিক বেশ কয়েকটি বৈঠক করেছেন জি এম কাদের। বৈঠকে বেশি আসন দেওয়া, মন্ত্রিপরিষদে প্রতিনিধিত্বসহ বিভিন্ন বিষয় ওঠে আসে। এ ঘটনার পরপরই সরকারের আরও কাছে যান রওশন।

দলীয় সূত্রগুলো বলছে, আগামী জুনের মধ্যে জাপার শীর্ষ নেতাদের মধ্যে কোনো রকম সমঝোতা না হলে জি এম কাদেরকে মাইনাস করে সম্মেলন করবেন রওশন। তবে তাকে দল থেকে বাদ দেওয়া হবে না। সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ দেওয়া হতে পারে তাকে।

জাপার উভয়পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীর্ষ নেতৃত্বে বিরোধের কারণে পার্টির সংসদ সদস্যরাও দোটানায় রয়েছেন। তারা রওশন ও জি এম কাদের উভয়ের মন রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত রওশন এককভাবে সম্মেলন করলে বেকায়দায় পরতে পারেন জি এম কাদের।

রওশনের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ বলেছেন, দলীয় নেতাকর্মীরা চাইলে গঠনতন্ত্র মোতাবেক এবং দলের বিশেষ প্রয়োজনের তাগিদে কাউন্সিল বা বিশেষ কাউন্সিল আহ্বান করতে পারেন রওশন এরশাদ। তাকে গত কাউন্সিলেই এই ক্ষমতা কাউন্সিলারই স্বতঃস্ফুর্তভাবে অনুমোদন দিয়েছেন। কেননা তিনি জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের পাশে থেকে দলের সুদিনে দুর্দিনে কাজ করেছেন।

তিনি বলেন, রওশন এরশাদের সম্মেলনে বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের উপস্থিত থাকবেন। দলের সব নেতাকর্মী কাউন্সিলে উপস্থিত থাকবেন। জাতীয় পার্টি কারও ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, নেতাকর্মীরাই দলের প্রাণ।

অন্য এক প্রশ্নের জবাবে গোলাম মসীহ বলেন, রওশন এরশাদ উপলব্ধি করেছেন, যারা এরশাদ মুক্তি আন্দোলনে রাজপথে ছিল। যারা বছরের পর বছর দলীয় কর্মকাণ্ডে ছিল অথচ তাদের দলে যথাযথ মূল্যায়ন নেই। তাদের কথা বিবেচনা করে ও নতুন নেতৃত্ব বিকশিত করার জন্য এই কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। সবার সঙ্গে আলোচনা করেই কাউন্সিলের তারিখ ঠিক করার কথা জানান তিনি।

জি এম কাদের বলেন, নির্বাচনের সময় আমরা জনগণের প্রত্যাশা বিবেচনা করে সিদ্ধান্ত নেব। কী করলে জনগণের ভালো হবে, আমরা সেই দিক বিবেচনা করেই নির্বাচনে সিদ্ধান্ত নেব। যদি মনে করি নিজেরাই এককভাবে নির্বাচন করতে পারব, তাহলে আমরা তাই করব। যদি আমাদের সেই শক্তি না থাকে, তাহলে আমরা অন্য সিদ্ধান্ত নেব। তখন আমরা দেখব কার সঙ্গে জনগণ বেশি উপকৃত হবে সেই দিকে আমরা লক্ষ্য রাখব। এ ব্যাপারে দলের নেতাকর্মী ও শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। রওশনের কাউন্সিল প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

জাপা সূত্রে জানা গেছে, বিরোধী দলের নেতা রওশন এরশাদ তার মুখপাত্র কাজী মামুনুর রশীদকে প্রধান করে বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি ঘোষণা করেছেন। গত ৭ মে প্রথম দফায় তিনটি বিভাগী সাংগঠনিক টিম গঠন করা হয়। সে ধারায় রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া শিগগির মাঠে নামছে তার বিভাগীয় সাংগঠনিক টিম। এরই মধ্যে গঠন করা হয়েছে সাংগঠনিক সমন্বয় কমিটি। তৃণমূলে পার্টি শক্তিশালী করতে এবং জাতীয় নির্বাচনে প্রার্থী বাছাই তৎপরতা সমন্বয়ের জন্য কাজী মামুনুর রশীদকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আট বিভাগকে সমন্বয় করে ৭টি বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। তৈরি হচ্ছে পৃথক তালিকা। অন্যদিকে জি এম কাদেরও প্রতিটি আসনে পৃথক তালিকা প্রস্তুত করছেন।

দলের একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে, রওশন এককভাবে সম্মেলনের ডাক দিলে ফের ভাঙতে পারে এরশাদের হাতে গড়া দল জাতীয় পার্টি। দলীয় কোন্দলের মধ্যে রওশনের ডাকা গত বছরের ২৬ নভেম্বেরের সম্মেলন স্থগিত করা হয়েছিল। কিন্তু বিলুপ্ত করা হয়নি প্রস্তুতি কমিটি। বরং এই কমিটির পরিধি আরও বাড়ানো হয়েছে। শক্তিশালী করা হয়েছে সাংগঠনিক তৎপরতা। বিভিন্ন জেলায় জি এম কাদেরের পাশাপাশি বিকল্প কিমটি দেওয়া হচ্ছে রওশনের পক্ষ থেকে। রওশনের বাড়ি ময়মনসিংহেও উভয়পক্ষের সম্মেলন নিয়ে সম্প্রতি জারি করা হয় ১৪৪ ধারা। পরে সম্মেলন স্থগিত করার ঘটনাও ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রের দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ

চাকরি দিচ্ছে স্কয়ার গ্রুপ, আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল

বুটেক্সে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি ৮ মে

শপথ নিলেন পিএসসির সদস্য ড. প্রদীপ কুমার পাণ্ডে

গোসলে নেমে পুলিশের মর্মান্তিক মৃত্যু

ডিজিএম পদে নিয়োগ দেবে নাবিলা গ্রুপ

চিকিৎসকের ওপরে হামলা ও চিকিৎসায় অবহেলা মেনে নেব না : স্বাস্থ্যমন্ত্রী

১০০ প্রভাবশালীর তালিকায় থাকা কে এই তাবাসসুম?

শাকিবের ‘ধাক্কায়’ কুপোকাত বুবলী (ভিডিও)

১০

গানারদের ক্লাব বিশ্বকাপের স্বপ্ন শেষ

১১

আদালতে হাজির হতে পরীমণির বিরুদ্ধে সমন জারি

১২

বিএনপির দুই নেতা কারাগারে

১৩

ঢাকায় ভিসা সেন্টার খুলল চীন

১৪

বনশ্রীতে আবাসিক ভবনে আগুন

১৫

মাদারীপুরে বাড়ির সামনে থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

১৬

মাঝপথে ফেরায় কত আয় হবে মোস্তাফিজের?

১৭

লন্ডন ও নিউইয়র্ক থেকে ড. হারুনের নতুন গ্রন্থ প্রকাশ

১৮

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৬৩৮ জনের বড় নিয়োগ

১৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৯

২০
*/ ?>
X