কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ০৯:১২ এএম
প্রিন্ট সংস্করণ

‘ফ্রি-ফায়ারে’ মেতে নৃশংস হয়ে দুই সহপাঠী খুন

‘ফ্রি-ফায়ারে’ মেতে নৃশংস হয়ে দুই সহপাঠী খুন

পটুয়াখালীর বাউফলে মারুফ হোসেন বাপ্পী ও নাফিজ মোস্তফা আনছারীকে হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে মূলহোতা এক কিশোর ছিল ‘ফ্রি-ফায়ার’ এবং পাবজি গেমসে আসক্ত। ওই গেমস খেলেই সে ভয়ংকর হয়ে উঠেছিল। এরপর তুচ্ছ ঘটনার জেরে সহযোগীদের নিয়ে দুই সহপাঠীকে নৃশংসভাবে খুন করে সে।

চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর র‌্যাবের হাতে গ্রেপ্তার হয় সেই মূলহোতাসহ দুইজন। এরপর বেরিয়ে আসে এ তথ্য। গত সোমবার রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৩-এর একটি দল নরসিংদী এবং রাজধানীর পল্লবী এলাকায় এ অভিযান চালায়। গ্রেপ্তার দুইজন বাউফলের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তারা বয়সে শিশু হওয়ায় তাদের নাম প্রকাশ করা হলো না।

গত ২২ মার্চ বাউফল উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী মারুফ হোসেন বাপ্পী ও নাফিজ মোস্তফা আনছারীকে উচ্ছৃঙ্খল কয়েকজন শিক্ষার্থী ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করে।

ওই দুইজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছ গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন সংস্থাটির কর্মকর্তারা। সেখানে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ঘটনার দিন ক্লাসের বিরতির সময় নবম শ্রেণির এক শিক্ষার্থী ও দশম শ্রেণির অপর এক শিক্ষার্থীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই মধ্যে নবম শ্রেণির আরেক শিক্ষার্থী এগিয়ে এসে তার ক্লাসের পক্ষ নিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপুরে টিফিনের বিরতিতে আসামি দশম শ্রেণির মারুফসহ কয়েকজনকে হুমকি দেয়। এর আগেও তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। ওই দুই বিষয়কে কেন্দ্র করে ঘটনার দিন স্কুল ছুটির পর গ্রেপ্তার নবম শ্রেণির ছাত্র তার দলবল নিয়ে সহপাঠীদের পিছু নিতে থাকে।

র্যাব মুখপাত্র বলেন, স্থানীয় পাংগাশিয়া ব্রিজের কাছাকাছি গিয়ে মারুফ, নাফিজ, সিয়ামসহ অন্যদের ব্রিজের ওপর গতিরোধ করে আসামিরা। এরপর মারধর শুরু হয়। তাদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে সিয়াম, নাফিজ ও মারুফকে আশঙ্কাজনক অবস্থায় বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মারুফ ও নাফিজকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক মারুফ ও নাফিজকে মৃত ঘোষণা করেন। সিয়াম চিকিৎসাধীন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পর গ্রেপ্তার মূলহোতা ঘটনাস্থল থেকে পালিয়ে প্রথমে বাড়িতে যায়। সেখানে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি পানি দিয়ে পরিষ্কার করে। পরে বাউফলের ধুলিয়া লঞ্চঘাট থেকে লঞ্চে করে ঢাকায় আসে। লঞ্চে আসার সময় ছুরিটি নদীতে ফেলে দেয়। এরপর সে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে করে নরসিংদীর রায়পুরায় পরিচিত এক বন্ধুর বাড়িতে গিয়ে আত্মগোপন করে। গ্রেপ্তার অন্যজন হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পালিয়ে পটুয়াখালী থেকে বাসে করে ঢাকায় এসে পল্লবীতে এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে।

র্যাব কর্মকর্তারা বলছেন, হত্যায় অংশ নেওয়া গ্রুপটি স্থানীয়দের কাছে বখাটে হিসেবে পরিচিত। পাংগাশিয়া এলাকায় প্রভাব বিস্তারের জন্য গ্যাং তৈরি করে। তারা সবসময় ছুরি, চাকুসহ বিভিন্ন অস্ত্র বহন করত। এলাকায় মারামারিসহ বিভিন্ন ঘটনায় তারা জড়িত ছিল। তারা এলাকায় উঠতি বয়সী কিশোরদের নিয়ন্ত্রণ ও বিভিন্ন অপরাধের উৎসাহ দিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসএমএমইউর নতুন উপাচার্য / কোনো গ্রুপ নয়, সবাইকে নিয়ে কাজ করব

রাজনীতিতে আসছেন সানিয়া মির্জা!

শেষ হচ্ছে না ‘পুষ্পা’র গল্প, আসবে তৃতীয় কিস্তি

নোয়াখালীর সেই পুকুরে মিলল আরও ১০০ ইলিশ

আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

আবারও নরওয়েতে চুয়েট শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির সুযোগ

সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় বাংলাদেশির মৃত্যু

‘অনন্ত প্রেম’ নিয়ে সমুদ্রসৈকতে জোভান-সাফা 

ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় হত্যাযজ্ঞ সমর্থনের সামিল : পররাষ্ট্রমন্ত্রী

দিনাজপুরে অস্বাভাবিক শিশুর জন্ম, আঙুল সাতটি

১০

খালেদা জিয়ার অবস্থা গুরুতর : মির্জা ফখরুল

১১

জামালপুরে অবরুদ্ধ সাব-রেজিস্ট্রার, দলিল লেখকদের বিক্ষোভ

১২

কেজরিওয়াল গ্রেপ্তার: এবার দিল্লিকে নতুন বার্তা ওয়াশিংটনের

১৩

সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

ঢাবিতে ‘জোরে হাসা’ নিয়ে মারামারি, দুই শিক্ষার্থীর পাল্টা অভিযোগ 

১৫

ফেরদৌস ওয়াহিদের জীবন গল্পে সুর দিলেন পিজিত

১৬

ঈদে আসছে নাটক ‘দুনিয়ার খেলা’

১৭

বাঙলা কলেজের ছাত্রই নন, তবুও ছাত্রলীগের প্রেসিডেন্ট-সেক্রেটারি

১৮

ব্যক্তিগত অর্জন নয়, দেশের জন্য খেলি: সাকিব

১৯

বাগেরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
*/ ?>
X