শাস্তি এড়াতে চালকের আসনে কুকুর

শাস্তি এড়াতে চালকের আসনে কুকুর

সড়কে নিরাপত্তা নিশ্চিতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে দেওয়ার রেওয়াজ বেশ পুরোনো। বিশ্বের প্রায় প্রতিটি শহরেই এ ধরনের আইন রয়েছে। গতিসীমার বাইরেও চালকদের মানতে হয় আরও বেশ কিছু নিয়ম, যার ব্যত্যয় ঘটলেই হতে হয় শাস্তির সম্মুখীন। সেই শাস্তি থেকে বাঁচতে নানা অজুহাতও দেখান চালকরা। তবে এবার ব্যতিক্রম এক কাণ্ড ঘটিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যের এক চালক। সম্প্রতি গতিসীমা অতিক্রম করায়

একটি প্রাইভেটকারকে থামার নির্দেশ দেয় স্থানীয় এক পুলিশ। কিছুটা পথ পেরিয়ে থেমেও যায় গাড়িটি। তখন দেখা যায়, চালকের সিট থেকে নিজে সরে এসে পোষা কুকুরকে বসাচ্ছেন এক মদ্যপ ব্যক্তি।

গত শনিবার কলরাডো স্প্রিংফিল্ড শহরে এমনটা ঘটেছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। পরদিন রোববার ওই পুলিশ কর্মকর্তার এক ফেসবুক পোস্টের বরাতে তারা জানিয়েছে, তিনি (পুলিশ কর্মকর্তা) গাড়িটির কাছে যেতেই দেখতে পান, আসন পরিবর্তন করছেন চালক। ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। মনে করেছিলেন, চালকের আসনে পোষা কুকুরকে বসালে হয়তো সে যাত্রায় শাস্তি থেকে বেঁচে যাবেন। তবে শেষ রক্ষা হয়নি তার।

ওই পুলিশ কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তি চালকের পাশের যাত্রীর আসনের দরজা দিয়ে বের হন। তিনি মদ্যপ ছিলেন এবং দাবি করছিলেন, গাড়িটি তিনি চালাচ্ছিলেন না। তিনি ঠিক কতটা মদ পান করেছিলেন, জিজ্ঞাসা করতেই দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি।

পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং মদ্যপ অবস্থায় দ্রুতগতিতে গাড়ি চালানোর দায়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com