মাসুদ রানা
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ০৮:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

চোরের জবানিতে ১৬ মাস পর উদ্ঘাটন হত্যারহস্য

চোরের জবানিতে ১৬ মাস পর উদ্ঘাটন হত্যারহস্য

বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) ইলেকট্রিশিয়ান গিয়াস উদ্দিনকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল রাজধানীর একটি হাসপাতালে। ৮ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ২০২১ সালের ৮ ডিসেম্বর তিনি মারা যান। তখন তাকে স্বাভাবিকভাবেই দাফন করা হয়। কিন্তু ওই ঘটনার প্রায় দেড় বছর পর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে এক মোটরসাইকেল চোর ধরা পড়ে। এরপর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে খুন হয়েছিলেন গিয়াস উদ্দিন!

গিয়াস উদ্দিনের এক ছেলে বেসরকারি ব্যাংকে চাকরি করেন, অন্য ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র। অচেতন অবস্থায় বাবাকে পাওয়ার পর তারা থানায় বিষয়টি জানিয়েছিলেন। তবে উত্তরা পূর্ব থানা পুলিশ তখন মামলা নিতে গড়িমসি করে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, অচেতন গিয়াস উদ্দিন সুস্থ হলে কোথায় তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন, তা জেনে মামলা হবে। শেষ পর্যন্ত ১৬ মাস পর মোটরসাইকেল চোর ধরে ঘটনা জানার পর ওই থানাতেই হত্যা মামলা নেয় পুলিশ।

ডিবি কর্মকর্তারা বলছেন, গিয়াস উদ্দিন আইইবিতে দায়িত্ব পালনের ফাঁকে রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেল চালাতেন। মোটরসাইকেল চালাতে গিয়ে উত্তরায় এক দোকানে চা পান করেন। এরপর অচেতন হয়ে গেলে তার মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা। সম্প্রতি মোটরসাইকেল চোর চক্রের সদস্য রানা শেখসহ দুজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের সদস্যরা। উদ্ধার করা হয় গিয়াস উদ্দিনের মোটরসাইকেলও। এর পরই বেরিয়ে আসে হত্যা রহস্য। তাদের মধ্যে আসামি রানা শেখ গত ২৭ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাতে বেরিয়ে আসে গিয়াসকে চেতনানাশক ওষুধ খাইয়ে খুনের পর মোটরসাইকেল নিয়ে যাওয়ার তথ্য।

ডিবির লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের পরিদর্শক মো. আমিরুল ইসলাম কালবেলাকে বলেন, তারা দুজন মোটরসাইকেল চোর ধরেছিলেন। উদ্ধার করা মোটরসাইকেলের মালিকানা খুঁজতে গিয়ে বেরিয়ে আসে খুনের রহস্য। এরপর রানাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মেলে। তার তথ্যের ভিত্তিতে উত্তরা-পূর্ব থানায় হত্যা মামলা হয়।

ওই মামলায় রানা ঘটনায় সরাসরি জড়িত আরও দুজনের নাম জানিয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতের ছেলে ও মামলার বাদী মো. তাজউদ্দীন আহমেদ কালবেলাকে বলেন, বাবাকে কারা অচেতন করেছিল, তা জানতে থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। তখন পুলিশ বলেছিল, বাবা সুস্থ হলে মামলা নেবে। এরপর বাবা মারা গেলে আর পাত্তা পাইনি আমরা। এখন ডিবি পুলিশ বাবার মোটরসাইকেল উদ্ধারের পর আসল ঘটনা বেরিয়ে এলো। অথচ তখন কিন্তু পুলিশ তদন্ত করলেই আসামিদের গ্রেপ্তার করতে পারত। বাবাকে হারিয়ে আমরা কেউ ভালো নেই। মা এখনো স্বাভাবিক হতে পারেননি।

আদালত সূত্র জানায়, ২২ মার্চ আসামি রানা শেখের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২৭ মার্চ তাকে আদালতে হাজির করা হয়। এ সময় রানা স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

জবানবন্দিতে রানা বলেন, সহযোগী মো. রফিকুল আলম ও ছোট জামাল ভিকটিম গিয়াস উদ্দিনকে চায়ের মধ্যে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেন। এরপর তারা ভিকটিমের মোটরসাইকেল চুরি করে নিয়ে যান। পরে মোটরসাইকেলটি বিক্রি করার জন্য আমাকে দেওয়া হয়।

তিনি জবানবন্দিতে জানান, ২০১৪ সাল থেকে তিনি তার সহযোগী রফিকুল, ছোট জামালসহ অন্যদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশা চালকদের চায়ের মধ্যে নেশার ট্যাবলেট মিশিয়ে দিতেন। এরপর চালকরা অচেতন হয়ে গেলে অটোরিকশা চুরি করতেন। পরে টার্গেট পরিবর্তন করে চায়ের মধ্যে নেশার ট্যাবলেট মিশিয়ে দিয়ে রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেল চালকদের টার্গেট করে চুরি শুরু করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্তাফিজে মজেছেন পাথিরানা

ভারতে প্রথম দফায় রেকর্ড ভোটগ্রহণ

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ

আজকের নামাজের সময়সূচি

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল

ডেমরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফের আচরণবিধি লঙ্ঘন করেছেন চেয়ারম্যান প্রার্থী, নীরব প্রশাসন

ভোটের তিন বছর পর কাউন্সিলর হচ্ছেন আলী আহাম্মদ

১০

পাবনায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

১১

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু

১২

শুধু আ.লীগের লোকজন ভিজিএফ ও টিসিবি কার্ড পাবে

১৩

ছেড়ে গেছেন সন্তানরা, সংসার টানছেন ১০৭ বছরের বৃদ্ধা

১৪

৫ হাজার টাকায় স্ত্রীকে ‘মাদক কারবারির’ হাতে তুলে ‍দিলেন স্বামী

১৫

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে হাজারো মানুষের ভিড়

১৬

সাতক্ষীরায় এমপির গাড়িতে হামলা

১৭

জব্বারের বলী খেলা ২৫ এপ্রিল

১৮

মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত

১৯

খরুচে বোলিং মোস্তাফিজের, চেন্নাইয়ের হার

২০
*/ ?>
X