
চট্টগ্রামের বোয়ালখালীতে ভোটকেন্দ্র থেকে যুবলীগ নেতা নির্মলেন্দু দে ইভিএম ইউনিট প্যানেল নিয়ে বাইরে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সজল দাশ বাদী হয়ে বোয়ালখালী থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, বোয়ালখালী উপজেলা পরিষদের উপনির্বাচন চলাকালে গত বৃহস্পতিবার দুপুরে জ্যেষ্ঠপুরা রমণীমোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ইভিএম ব্যালট ইউনিট নিয়ে পালিয়ে যান যুবলীগ নেতা নির্মলেন্দু দে। পরে সেখান থেকে রতন চৌধুরী ইভিএম প্যানেলটি উদ্ধার করে প্রিসাইডিং অফিসারের হেফাজতে দেন। শ্রীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নির্মলেন্দুকে মামলায় আসামি করা হয়। এ ঘটনার পর জ্যেষ্ঠপুরা রমণীমোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে থেকে আটক হওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরীকে জিজ্ঞেসাবাদ শেষে রাতে ছেড়ে দেওয়া হয়। রতনকে এ মামলায় ১ নম্বর সাক্ষী করা হয়েছে। এ ছাড়া সহকারী প্রিসাইডিং অফিসার হারুনুর রশীদ ভূঁইয়াকেও মামলার সাক্ষী করা হয়।
বোয়ালখালী থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় প্রিসাইডিং অফিসার বাদী হয়ে মামলা করেছেন। আসামি পলাতক।