
জঙ্গি উত্থানের সময় চারটি দূতাবাসকে সড়কে বিশেষ প্রটেকশন দেওয়া হয়। এখন সে পরিস্থিতি নেই, তাই রোড প্রটেকশন তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বুধবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশ বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, আনসার গার্ড প্রটেকশন সার্ভিস করা হয়েছে, কোনো দূতাবাস রাস্তায় এই প্রটেকশন নিতে চাইলে সার্ভিস চার্জ দিয়ে এ সুবিধা নিতে হবে। পর্যায়ক্রমে মন্ত্রী ও ভিআইপিরাও পুলিশের পরিবর্তে আনসার গার্ড রেজিমেন্টের এ সুবিধা পাবেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হেলমেট মানসম্মত কি না বাজারে আসার আগে পরীক্ষা করবে বিএসটিআই। তাদের অনুমোদন ছাড়া কোনো হেলমেট বিক্রি করা যাবে না, বা পরলে ফাইন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টার্মিনাল ছাড়া সার্ভিস চার্জ আদায় করা যাবে
না। রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা নিলে মামলা করতে পারবে সিটি করপোরেশন। ড্রাইভিং স্কুলের জন্য বিআরটি থেকে অনুমোদন নিতে হবে। ডোপ টেস্ট ফি পুনর্নির্ধারণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।