
বিএনপি ও মিত্রদের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ সারা দেশে শান্তি সমাবেশ করবেন আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি যেন মানববন্ধন কর্মসূচির নামে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য দেশের প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানার গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে থাকবেন দলটির নেতাকর্মীরা।
মাঠের বিরোধীদের অন্যান্য কর্মসূচির দিনে মাঠ দখলে রাখতে আজও কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপি এবং তার মিত্রদের জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি চলাকালে রাজধানী ঢাকাসহ সারা দেশে শান্তি সমাবেশ, গণজমায়েত ও সতর্ক অবস্থান নেওয়ার মাধ্যমে রাজপথে সতর্ক পাহারায় থাকবেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তবে ময়মনসিংহ বিভাগের অন্তর্গত চার জেলায় এ জাতীয় কোনো কর্মসূচি থাকবে না আওয়ামী লীগের। ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে জনসভা থাকায় ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুরে বিএনপির কর্মসূচি স্থগিত করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, রাজধানীর প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশস্থলে আসবেন। সমাবেশ শেষে নিজ নিজ
এলাকায় ফিরে সতর্ক পাহারায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বনানীতে শান্তি সমাবেশ করবে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করবে। সমাবেশগুলোতে মহানগর আওয়ামী লীগ ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেবেন। সমাবেশে মহানগরের নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারাও যোগ দেবেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পী কালবেলাকে বলেন, ধাবাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বনানীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। কোনো রাজনৈতিক দল যেন আন্দোলনের নামে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বনানীতে পোস্ট অফিসের পাশে সুপার মার্কেটের পেছনের গলিতে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, কেউ রাজপথে অশান্তি, সন্ত্রাস ও নৈরাজ্য যেন কেউ করতে না পারে সেজন্য শান্তি সমাবেশ করা হবে।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল সহকারে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি সমাবেশে যোগদান শেষে শান্তিপূর্ণভাবে নিজ নিজ এলাকায় ফিরে সতর্ক অবস্থায় থাকবে। এ শান্তি সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন যোগ দেবেন।
এ ছাড়া যুবলীগ ময়মনসিংহ বিভাগ ছাড়া সারা দেশেই কর্মসূচি গ্রহণ করেছে। পঞ্চগড়ে বিএনপি-জামাতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শান্তি সমাবেশ করবে যুবলীগ।
রাজধানীতে ঢাকা মহানগর উত্তর যুবলীগ মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পাশের ফলপট্টিতে শান্তি সমাবেশ করবে। এ ছাড়া যুবলীগ দক্ষিণও শান্তি সমাবেশ করবে।