কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ০৮:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

‘রুচি নষ্ট হলে আমাকে মেরে ফেলেন’

‘রুচি নষ্ট হলে আমাকে মেরে ফেলেন’

‘রুচির দুর্ভিক্ষে’ হিরো আলমের উত্থান হয়েছে—অভিনয়শিল্পী, নাট্যনির্দেশক ও সংগঠক মামুনুর রশীদের এমন বক্তব্যের জবাব দিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম, যিনি পরিচিতি পেয়েছেন ‘হিরো আলম’ নামে। গত সোমবার রাতে ফেসবুক লাইভে এসে তিনি মামুনুর রশীদের উদ্দেশে বলেন, ‘যেহেতু আমার কারণে দেশের মানুষের রুচি নষ্ট হচ্ছে, আপনি ইচ্ছা করলে আমাকে তৈরি করতে পারতেন। তাহলে মানুষের রুচি নষ্ট হতো না। বাংলাদেশে ১৮ কোটি মানুষ, শুধু হিরো আলমের কারণে যদি সবার রুচি নষ্ট হয়ে যায়, তাহলে হিরো আলমকে আপনারা মেরে ফেলে দেন।’

সম্প্রতি এক অনুষ্ঠানে মামুনুর রশীদ বলেন, ‘এখন রুচির দুর্ভিক্ষ চলছে। এর মধ্য দিয়েই হিরো আলমের উত্থান হয়েছে।’ মামুনুর রশীদের বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সোমবার নাট্য দিবসের অনুষ্ঠানে তিনি আবারও একই কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তারা দেখেছেন, আমার একটি উক্তি নিয়ে হাজার হাজার কমেন্ট হচ্ছে। ‘আমি বলেছি, রুচির দুর্ভিক্ষ চলছে, সেই দুর্ভিক্ষের মধ্য দিয়ে হিরো আলমের উত্থান হয়েছে। এ উত্থান জাতির জন্য, আমাদের সংস্কৃতির জন্য ভয়ংকর। এ উত্থানের মূলে আমাদের রাজনীতি আছে, আমাদের মিডিয়ার একটা বড় ভূমিকা আছে।’

পরে ফেসবুক লাইভে জবাব দিতে এসে হিরো আলম বলেন, ‘হয় হিরো আলমকে মেরে ফেলে দেন; নয়তো এমন কাউকে; কোনো লোককে আপনারা তৈরি করে দেখান, যে কাজ করলে রুচি ফিরে আসবে। নিজের যোগ্যতায়, পরিশ্রম করে আলম থেকে হিরো আলম হয়েছি। রুচিবান লোকেরা হিরো আলম তৈরি করেন নাই। হিরো আলমকে মেরে না ফেললে আপনারা থামাতে পারবেন না।’

মামুনুর রশীদের উদ্দেশে আলম বলেন, ‘মামুনুর রশীদ স্যার, আপনি আমাকে তৈরি করুন। বাংলাদেশের যারা বড় বড় কথা বলছে, তারা সবাই আপনাকে ধুয়ে দেবে। তারা বলবে, ‘মামুনুর রশীদের মতো লোক হিরো আলমকে নিয়ে নাটক বানাচ্ছে।’ হিরো আলম প্রশ্ন রাখেন, ‘তাহলে আমাকে তৈরি করবে কে?’ দেশের রুচির পরিবর্তন ‘কোনোদিনই হবে না’ মন্তব্য করে তিনি বলেন, ‘যারা রুচিবান লোক, তারা রুচিসম্পন্ন লোক তৈরি করবে না। কারণ আপনারা তেল ওয়ালা মাথায় তেল দেবেন। যাদের টাকা আছে, তাকেই দাম দেবেন। যার সুন্দর চেহারা আছে, তাকেই দাম দেবেন।’

আর হিরো আলম তার সমালোচকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে ফেসবুক লাইভে বলেন, ‘এফডিসিতে বড় বড় আর্টিস্টরা আমার সমালোচনা করেন। কেন রে ভাই, আমাকে নিয়ে কেন কথা বলেন? আমি কোনোদিন কোনো পরিচালকের কাছে গিয়েছি? কোনো শিল্পীর হাতে-পায়ে ধরে বলেছি যে, আমাকে সুযোগ করে দেন?’ লাইভে আত্মহত্যার হুমকি দিয়ে তিনি বলেন, ‘আপনারা যদি এসব করতে থাকেন, এত লোকের সামনে বলতেছি, একদিন লাইভে থাকা অবস্থায় আত্মহত্যা করে পৃথিবী থেকে চলে যাব। আপনাদের, এ দুনিয়া, সমাজকে রুচির দায় থেকে মুক্ত করে যাব।’ পরক্ষণেই তিনি বলেন, ‘আপনারা এতই সমালোচনা করেন, হিরো আলমের এখনকার কাজগুলো দেখেন। হিরো আলমের কাজগুলো রুচিসম্মত আছে কি না? আমি নিজে কামাই করে নাটক বানাই, সিনেমা বানাই। আমি কত কামাই করি যে রুচিসম্মত কাজ দিতে পারব? সেই অর্থ সম্পদ আমার আছে?

‘আপনারা আমাকে মেনেই নিতে চান না। এতে আমার কী করণীয় আছে?’সমালোচনাকারীদের নিজেদের রুচি পাল্টানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমি সুন্দরবন নাটক দেখার পর থেকে মামুনুর রশীদ স্যারকে শ্রদ্ধা করি। তার মত এত বড় একজন অভিনেতা আমাকে নিয়ে কথা বলেছেন এটা আমার জন্য সৌভাগ্য। সে নেগেটিভ বলুন আর পজেটিভ বলুক। আমি তাকে সাধুবাদ জানাই যে আপনার মতো লোক আমাকে চেনে। আমি তো মনে করেছিলাম আপনারা এত বড় অভিনেতা আমাকে চেনেন না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে হিরো আলম বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, হয় আপনি আমাকে জেলখানায় বন্দি করে রাখুন, নাহলে এ দেশ থেকে বের করে দেন। কারণ, হিরো আলম বাইরে থাকলে সমাজ কলুষিত হয়ে যাচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রায় সড়কে গড়ে ২৪ জনের প্রাণহানি

শান্ত-মিরাজদের প্রস্তুতি ক্যাম্পে সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ

তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন 

লেবাননের ৪০ স্থাপনায় ইসরায়েলের হামলা

ঢাবিতে ফরেনসিক সায়েন্স ও সাইকোলজিবিষয়ক কর্মশালা

আকর্ষণীয় বেতনে ইডকলে চাকরির সুযোগ

কমলা রঙের মেঘে ঢেকে গেছে গ্রিসের আকাশ

বৃষ্টির আশায় দেশজুড়ে চলছে যত আয়োজন

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

বিএনপির ৫ নেতা বহিষ্কার

১০

পরবর্তী কোচ হিসেবে স্লটকে পছন্দ লিভারপুলের

১১

কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত

১২

নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম

১৩

ব্র্যাকে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

১৪

ফেসবুকে ঘোষণা দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলা, বোমা বিস্ফোরণ

১৫

সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি

১৬

ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিপিএলসি

১৭

 তাপপ্রবাহ কমে গেলে লোডশেডিং থাকবে না : বিদ্যুৎ সচিব

১৮

বক্তৃতার মঞ্চেই জ্ঞান হারালেন মন্ত্রী

১৯

মার্কেটিং অফিসার নেবে কর্ণফুলী গ্রুপ

২০
*/ ?>
X