চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩, ১০:০২ এএম
প্রিন্ট সংস্করণ

৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা

৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা

স্বাধীনতা যুদ্ধে অবদান রাখায় ৫০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। তবে এ অনুষ্ঠান বয়কট করেছে চবি শিক্ষক সমিতি।

চবি উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার বলেন, আমরা গত বছর ৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছি। এ বছর আরও ৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছি। ভিসি, ডিন আসবে-যাবে। তবে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা মুক্তিযোদ্ধাদের আমরা প্রতিবছর সম্মান জানাব।

স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার। এদিন সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

এ ছাড়া বক্তব্য দেন উপ-উপাচার্য, সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. দানেশ মিয়া, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী, এ এইচ জিলানি চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর, অধ্যাপক মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রক্টর নূরুল আজিম সিকদার, সহকারী প্রক্টর আফজালুর রহমান, রোকন উদ্দিন, সৌরভ সাহা জয়সহ বীর মুক্তিযোদ্ধারা।

শিক্ষক সমিতির অনুষ্ঠান বয়কট : এদিকে চবি প্রশাসনের স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান বয়কট করেছে শিক্ষক সমিতি। তবে অনুষ্ঠানে না গেলেও বঙ্গবন্ধু চত্বর ও স্বাধীনতা স্মৃতি ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছে সংগঠনটি।

চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান সিদ্দিকী বলেন, অনুষ্ঠানে এমন একজনকে স্বাগত বক্তা হিসেবে রাখা হয়েছে যার বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড ও জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সেখানে দেশের শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা প্রদান করা হবে। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এ ছাড়া অনুষ্ঠানের সভাপতি হিসেবে এমন একজনকে রাখা হয়েছে, যিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কোনো দপ্তরের সঙ্গে সম্পৃক্ত না। তাই সব মিলিয়ে আমরা আলোচনা অনুষ্ঠান বয়কট করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের উন্নতি দেখে আমাদের লজ্জা হয় : পাক প্রধানমন্ত্রী

শাহজাদপুরে বৃষ্টি কামনায় ইসতেসকার নামাজ আদায়

চুয়েটে উপাচার্য অবরুদ্ধ, হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের

শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

নাভালনির শেষকৃত্য করা সেই পুরোহিতকে চরম শাস্তি

চরমোনাই পীরের নতুন কর্মসূচি ঘোষণা 

গাজীপুর ওয়ালটন এসি কিনে মিলেনিয়র হলেন স্যানিটারি ব্যবসায়ী

শূন্য রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড

ইরান-ইসরায়েল সংকট ও মধ্যপ্রাচ্যের নয়া ভূ-রাজনৈতিক সমীকরণ

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

১০

বিশ্বব্যাপী মানবাধিকারকে অস্থিতিশীল করছে যুক্তরাজ্য : অ্যামনেস্টি

১১

ফেরত পাঠানো হলো মিয়ানমারের ২৮৮ সেনা ও সীমান্তরক্ষী সদস্যকে

১২

অ্যাসোসিয়েট ম্যানেজার পদে ব্র্যাক ব্যাংকে চাকরি

১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছুর সম্ভাবনা দেখছেন সাকিব

১৪

মেট্রোরেল সাভার পর্যন্ত সম্প্রসারণের দাবিতে মানববন্ধন

১৫

গরুর দুধে প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, আক্রান্ত এক ব্যক্তি

১৬

সমুদ্র সৈকতে ভয়ংকর বিষধর সাপ, আতঙ্ক

১৭

রাজধানীর যে ২০ স্থানে বসছে পশুর হাট

১৮

শ্রম পরিবেশ উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন

১৯

‘দ্য ওয়ার্ল্ড স্কলার্স কাপ ২০২৪’ / শুরু হলো জমজমাট বুদ্ধির লড়াই!

২০
*/ ?>
X