আওয়ামী লীগের মুখোশ আবারও উন্মোচিত : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।পুরোনো ছবি

আওয়ামী লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ভোট ডাকাতিতে সিদ্ধহস্ত আওয়ামী লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হলো। দেশের নির্বাচনী ব্যবস্থার কফিনের শেষ পেরেকটি ঠোকা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে।

ফখরুল দাবি করেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এমন একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে, আইনজীবী সমিতির নির্বাচনেও নাটক সাজিয়ে পুলিশ ও বহিরাগতদের ব্যবহার করে একতরফাভাবে নিজেদের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করতে হয়—এটি বড় লজ্জার বিষয়। এই সূত্রে আমার প্রত্যাশা, প্রধান বিচারপতি রাষ্ট্রের যে সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট তার পবিত্রতা রক্ষা করার জন্য এগিয়ে আসবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

জাতীয় নির্বাচনেও এ রকম কারচুপির আশঙ্কা করছেন কিনা—এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘হয়ে যেতে পারে না, হবে। সেজন্য আমরা বলছি যে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়।’

সংবাদ সম্মেলনে বিএনপির তাইফুল ইসলাম টিপু ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।

এদিকে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সুপ্রিম কোর্টে গত দুই দিনের ঘটনার প্রেক্ষাপটে দেশের মানুষ কোথায় যাবে, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বৃহস্পতিবার চিফ জাসিস্টের কাছে গিয়েছিলেন আমাদের আইনজীবীরা। তিনি বলেছেন, ‘আমার যদি কিছু করার থাকে তাহলে আমরা করব।’ জুডিশিয়ারি সম্পূর্ণ আলাদা, রাষ্ট্রের সম্পূর্ণ স্বাধীন একটা প্রতিষ্ঠান। তার প্রধান যদি এ কথা বলেন, তাহলে কোথায় যাবো আমরা, কার কাছে যাবো, দেশের মানুষ কোথায় যাবে?

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সম্প্রতি আন্দোলনে নিহত হওয়া পরিবারের সদস্যদের স্মরণে ‘অর্পণ বাংলাদেশ’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা হয়।

সংগঠনের সভানেত্রী বীথিকা বিনতে হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপির আহমেদ আজম খান, মহানগর বিএনপির ইশরাক হোসেন, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার খোরশেদ আলম সোহেলসহ নিহত পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

সুপ্রিম কোর্টে একতরফা ভোট হয়েছে—বুলু : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে নারকীয় কাণ্ড ঘটেছে। এ ঘটনায় ২০ জন সাংবাদিক, অসংখ্য আইনজীবী আহত হয়েছেন। হাজার হাজার পুলিশ দিয়ে আইনজীবীদের বের করে দিয়ে একতরফা ভোটের ব্যবস্থা করা হয়েছে।’

গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে ‘স্বাধীনতা অধিকার আন্দোলন’ আয়োজিত এক প্রতীকী অনশনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। সংগঠনের চেয়ারম্যান কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে কর্মসূচিতে বিএনপির এবিএম মোশাররফ হোসেন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পুনর্নির্বাচন দাবি বিএসপিপির : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে একপক্ষীয় উল্লেখ করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপিপন্থি পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)। এ ব্যাপারে প্রধান বিচারপতির হস্তক্ষেপও কামনা করেছে সংগঠনটি।

গতকাল এক যৌথ বিবৃতিতে বিএসপিপির আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী এ দাবি জানান। এদিকে অপর এক যৌথ বিবৃতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু ও সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।

অন্যদিকে পৃথক বিবৃতিতে সুপ্রিম কোর্টে পুলিশি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কর্মসূচি : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

গতকাল এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, ১৯ মার্চ দেশের সব জেলা আইনজীবী সমিতিতে প্রতিবাদ সমাবেশ এবং একই দিন দুপুর ১২টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল প্রার্থীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২০ মার্চ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com