রফিকুল ইসলাম, রংপুর
প্রকাশ : ১১ মে ২০২৩, ০৭:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

তিস্তার চরে ভাগ্যবদল

তিস্তার চরে ভাগ্যবদল

কখনো আকস্মিক আবার কখনো মৌসুমি বন্যায় প্রতিবছর তিস্তার ভাঙনে ভিটেমাটি ছাড়ে শত শত পরিবার। ফসলি জমিতে মাইলের পর মাইল বালুর স্তূপ পড়ায় কর্মহীন হয়ে পড়ে হাজারো মানুষ; কিন্তু বন্যার পরপরই বদলে যায় তিস্তাপাড়ের চিত্র। নদীর চরে কৃষকরা ফলাচ্ছেন ২৮ প্রকারের ফসল। এ যেন বানভাসিদের ভাগ্যবদলের যুদ্ধ।

রংপুর আঞ্চলিক কৃষি অফিস জানায়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলায় ১ হাজার ৩৭৬টি চর রয়েছে। সেখানে গম, ভুট্টা, চীনাবাদাম, মিষ্টিকুমড়া, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, স্কোয়াশ, মটরশুঁটি, পেঁয়াজ, মরিচ, রসুন, ধনিয়া. কালিজিরা, সূর্যমুখী, সরিষা, কলা, আলু, মিষ্টি আলু, তিল, মেথি মসুর ডালসহ ২৮ প্রকার ফসলের চাষ হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, চরগুলোতে বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ বলছে, তিস্তার বুকে জেগে ওঠা চরে সারা বছরই বিভিন্ন ধরনের ফসলের চাষ করেন কৃষকরা। চরে ১ লাখ ৯১ হাজার ৮১৯ হেক্টর জমিতে প্রতিবছর উৎপাদন হয় প্রায় ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকার ফসল।

রংপুরের গঙ্গাচরার লক্ষ্মীটারী ইউনিয়নের শফিকুল ইসলাম বলেন, ‘এক সময় কী আছিল নে আমার। তিস্তা নদী বাড়ি-ঘর জমি সোউগ নিয়ে গেইচে। এ্যালা বালু চরোত কপাল ঘোরাইতেছি। এটে আবাদ করতে কম টাকা নাগে, সেজন্যে কিছুটা লাভ হয়।’

আরেক বানভাসি মনসুর আলী বলেন, ‘চরোত সব আবাদ হয়। খাটনি (কষ্ট) একনা বেশি। যেভাবে বন্যাত ক্ষতি হয়, চরোত এই আবাদ না হইলে ঢাকাত যায়া হয় ভিক্ষা না হয় রিকশা চলে খাওয়া নাগিল হয়।’

অন্যদিকে বিনবিনার চরে আঞ্জুয়ারা বেগম বলেন, ‘চরোত যদি আবাদ না হইল হয়, তাইলে কী করি খাইনো হয়, তা আল্লায় জানে। থাকি নদীর বান্দের ওপর।’ তাদের মতো আরও অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, তিস্তার বিস্তীর্ণ বালু চরে আবাদ হওয়ায় দারুণ খুশি তারা।

কৃষকরা জানায়, বন্যার পর চরের মাটিতে পলি জমায় সার লাগে না। তবে ফসল ঘরে তোলা আর বিক্রি নিয়ে আছে অভিযোগও। আব্দুর রহমান বলেন, সবসময় ক্ষতির মুখে থাকি। বিপুল পরিমাণের এই ফসল ঘোড়া কিংবা মহিষের গাড়িতে করে নিয়ে হাটবাজারে বিক্রি করতে হয়। সরকার যদি পাইকারের ব্যবস্থা করে দিত, তাহলে এখানকার কৃষকরা লাভবান হতো।

কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক পলাশ কান্তি নাগ বলেন, কৃষি বিভাগের উচিত চর এবং চরের আবাদ নিয়ে পরিকল্পনা করা, যাতে ফসলগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো যায়। যদিও রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল জানান, এরই মধ্যে চরাঞ্চলের কৃষকদের সহযোগিতায় কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে উৎপাদন দ্বিগুণ বাড়বে। বলেন, টেকসই আবাদের জন্য বিভিন্ন প্রদর্শনী করছি। যে সময় যে আবাদ প্রয়োজন, তা করতে কৃষকদের সবসময় সহযোগিতা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবদাহে ঝরছে লিচুর মুকুল, দুশ্চিন্তায় দিনাজপুরে চাষিরা

তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে কুমিল্লায় গাছ লাগাচ্ছে ছাত্রলীগ

ফরিদপুরের ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে : আব্দুর রহমান

২৪ ঘণ্টায় যুবলীগ ও ছাত্রলীগের ২ কর্মী খুন

ইরান-ইসরায়েল সংঘাতে বিপদে জর্ডান

‘হারল্যান স্টোর’ মিরপুর-১০ শাখার উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া

ভোলায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

ফিতরা জাকাতের টাকা চেয়ে খুদে বার্তায় প্রতারণার ফাঁদ

এক সপ্তাহের মধ্যেই পরমানু বোমার ইউরেনিয়াম পাবে ইরান!

ননদের বিয়েতে টিভি উপহার দিতে চাওয়ায় স্বামীকে হত্যা

১০

মেঘনা নদীতে ভেসে এলো খণ্ডিত পা

১১

ঈশ্বরদীতে হিটস্ট্রোকে স্বর্ণকারের মৃত্যু

১২

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

১৩

নারী চিকিৎসকের সেবা নেওয়া রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি : গবেষণা

১৪

সরকারকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

১৫

দেশে ফিরে কারাগারের লোমহর্ষক বর্ণনা দিলেন তারা

১৬

হরমোনজনিত সমস্যায় দেশের ৫০ শতাংশ মানুষ, জানেন না ৯০ শতাংশই

১৭

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

১৮

বুয়েটে হিযবুত ও শিবিরের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশই শুধু সমস্যা!

১৯

রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিল বিমান 

২০
*/ ?>
X