
শিরোনাম দেখেই ভড়কে যাওয়াটা অস্বাভাবিক নয়; কিন্তু এমন ঘটনাই ঘটেছে ফিলিপাইনের একটি সুপারশপে। যেখান থেকে পেঁয়াজের বিনিময়ে গৃহস্থালির ভিন্ন ভিন্ন পণ্য কিনেছেন কয়েক ডজন মানুষ। এর মধ্যে রয়েছে—কড়াই, এয়ার ফ্রেশনার, শাওয়ার ক্যাডিসহ নানা জিনিস।
দেশটিতে পেঁয়াজ ‘নতুন মুদ্রা’য় রূপ নিয়েছে এ মসলা জাতীয় উদ্ভিদের অগ্নিমূল্যের কারণে। রান্নার কাজে ব্যবহৃত এ উদ্ভিদ এখন সেখানে বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ১৮০ টাকায়। সে চিন্তা থেকেই হয়তো পেঁয়াজ দিয়ে পণ্যের দাম নিয়েছে উত্তর-পূর্ব ম্যানিলার কুইজন সিটির সুপারশপ জাপান হোম সেন্টারের ব্রাঞ্চটি। সেখানে ৮৮ পেসো বা তার চেয়ে কম মূল্যের যে কোনো একটি পণ্য একটি পেঁয়াজের বিনিময়ে গতকাল শনিবার কেনা গেছে। এ ছাড়া সেখানে আরেকটি জায়গা রয়েছে, যেখানে সিরামিকের ফুলদানি এবং ক্যান্ডেলহোল্ডার রাখা হয়েছে; যা একটি পেঁয়াজের বিনিময়ে পাওয়া যাবে দুটি করে।
নতুন এ মুদ্রা দিয়ে তিনটির বেশি পণ্য কেনা যাবে না। সে জন্য ক্রেতারা তিনটি করে পেঁয়াজ নিয়েই সুপারশপে এসেছেন। অর্থের বদলে নেওয়া এসব পেঁয়াজ রাখা হয়েছে ক্যাশ কাউন্টারের পাশে একটি ঝুড়িতে।
সুপারশপটি জানায়, পণ্যের বিনিময়ে সংগ্রহ করা এসব পেঁয়াজ কমিউনিটি প্যান্ট্রিতে (ফুড ব্যাংক) রাখা হবে। যেখান থেকে নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে তাদের প্রয়োজনীয় জিনিস নিতে পারেন।
সূত্র : খালিজ টাইমস