জাহাঙ্গীরের গাড়িবহরে হামলা-ভাঙচুর

জাহাঙ্গীরের গাড়িবহরে হামলা-ভাঙচুর

গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও তার মা আসন্ন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নির্বাচনী প্রচারে বের হয়ে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে টঙ্গীর এরশাদ নগর এলাকায় এ হামলার শিকার হন তারা। এ ঘটনায় মা-ছেলে অক্ষত থাকলেও পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, জাহাঙ্গীর আলম ও তার মা গতকাল বিকেলে প্রচারে বের হন। প্রচার শুরু করেন টঙ্গীর আউচপাড়া থেকে। পরে জায়েদা খাতুন টঙ্গীর শফিউদ্দিন রোড, মুক্তার বাড়ি, সুরতরঙ্গ রোড, কলেজ রোড ও দত্তপাড়ায় প্রচার চালান। এদিন প্রচার চালানোর সময় তিনি কোনো বক্তব্য দেননি। তবে সকালে তার বাড়িতে ছেলে জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলন করেন। রাত ৮টার দিকে জায়েদা খাতুনের গাড়িবহর টঙ্গীর এরশাদ নগর পৌঁছালে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা লাঠিসোটা নিয়ে যানবাহন ভাঙচুর করে। পাঁচটি গাড়ির গ্লাস ভেঙে ফেলার পর আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন। এ ছাড়া ওই সময় ঝড় শুরু হলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় এক সংবাদকর্মীর একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। যদিও পরে সেটি পাওয়া গেছে।

হামলা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, আমরা শান্তিপূর্ণ প্রচার চালাচ্ছিলাম। হঠাৎ একদল নৌকা স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালায়। পাঁচটি গাড়ি ভাঙচুর করে। হামলার তীব্র নিন্দা জানিয়ে বহিষ্কার হওয়া এই আওয়ামী লীগ নেতা বলেন, তিনি নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সরকারের কাছে নিজের ও মায়ের নিরাপত্তা আশা করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com