রুমায় মাইন বিস্ফোরণে নিহত ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র বাহিনী কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) পুঁতে রাখা মাইন বিস্ফোরণে জুয়েল ত্রিপুরা নামে একজন নিহত হয়েছেন। গত বুধবার বিকেলে উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সৌলপিপাড়ায় ঘটনা ঘটে। এ সময় আব্রাহাম ত্রিপুরা নামে আরেকজন আহত হয়েছেন। জুয়েল ও আব্রাহাম দুজনই উপজেলার রেমাক্রি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিরাম পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রুমার পাইন্দু ইউনিয়নের সৌলপিপাড়ায় কুকি-চিন আস্তানায় কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এতে কেএনএ সদস্যরা রেমাক্রী প্রাংসা ইউনিয়নের সীমান্তের জারুছড়ি ও থিংদলতে এলাকায় চলে যায়।

স্থানীয় মেম্বার জীবন ত্রিপুরা জানান, মাইন বিস্ফোরণে নিহত জুয়েল ত্রিপুরাসহ বেশ কয়েকজন বাসিন্দা কয়েকদিন আগে সেনাবাহিনী অভিযানে সহযোগিতা করতে গিয়েছিল। এদিকে ঘটনার পর আহত আব্রাহামকে উন্নত চিকিৎসার জন্য

বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানচি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল নোমান ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজামান মুরাদ।

থানচি থানার ওসি ইয়াসিন আহমেদ বলেন, ময়নাতদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং রুমা থানায় মামলা করা হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com