রফিকুল ইসলাম, রংপুর
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০৯:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

তিস্তা চরের মিষ্টিকুমড়া সিঙ্গাপুরে

তিস্তা চরের মিষ্টিকুমড়া সিঙ্গাপুরে

‘বাপের দেওয়া ১২ বিঘা জমি আছিল, সেই জমিতে কয়েক বছর চাষাবাস করছি। নদী ভাঙতে ভাঙতে চোখের সামনে সউগ পানিতে ভাসি গেইছে। একনাও জমি নাই, মানসের জাগাত বাড়ি করি বউ বাচ্ছা নিয়ে আচনোং। যে নদীত মোর ১২ বিঘা জমি, সেই নদীত এ্যালা বালু আর বালু। সেই বালু এখন হামার কপাল খুলি দিসে। এবার মিষ্টিকুমড়ে আবাদ করছি ৪৫ বিঘা মাটিত। ৫ লাখ ৫০ হাজার খরচ করছি, এখন পর্যন্ত বেচাইছি ১০ লাখ ৫০ হাজারের মতো। আরও অমন ৫ লাখ বিক্রি করমো।’ কথাগুলো বলছিলেন রংপুরের গংগাচড়া উপজেলার ঘজঘণ্টা এলাকার মিষ্টিকুমড়া চাষি আনোয়ারুল ইসলাম। মিষ্টিকুমড়া চাষে যার স্বপ্ন ধরা দিয়েছে হাতের মুঠোয়। সহায়-সম্বলহীন থেকে হয়েছেন স্বাবলম্বী।

জানা গেছে, রংপুরের তিস্তা নদীবেষ্টিত ২৬টি বড় চর রয়েছে। এর মধ্যে পাঁচটি চরে আবাদ হচ্ছে বিভিন্ন জাতের মিষ্টিকুমড়া। চরাঞ্চলের শত শত পরিবার কুমড়া চাষে সচ্ছলতা এনেছে। প্রথমবারের মতো রংপুর থেকে সরাসরি মালয়েশিয়া ও সিঙ্গাপুরে মিষ্টিকুমড়া রপ্তানি শুরু হওয়ায় আশার আলো দেখছেন তিস্তার চরাঞ্চলের নদী ভাঙনকবলিত মানুষ ও ব্যবসায়ীরা।

কৃষি বিভাগ জানিয়েছে, রংপুরের কাউনিয়া ও গংগাচড়া উপজেলায় এবার ৯৮১ হেক্টর চরে মিষ্টিকুমড়ার চাষ হয়েছে। এর মধ্যে গংগাচড়া উপজেলায় ৯৬৩ আর কাউনিয়া উপজেলা ১৮ হেক্টর রয়েছে। দেখা গেছে, তিস্তার বিস্তীর্ণ ধু-ধু বালু চরে হচ্ছে মিষ্টিকুমড়ার চাষ। নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষজন ঝুঁকে পড়ছেন এই আবাদে। কেউ জমি পরিচর্যায় ব্যস্ত, কেউ জমি থেকে তুলছেন কুমড়া, কেউ সেই কুমড়া প্রস্তুত করছেন বিক্রির জন্য। কৃষকরা জানান, ১ শতক বালু চরে মিষ্টিকুমড়া উৎপাদন হয় প্রায় আড়াই মণ। সে হিসেবে ১ একর বা ১০০ শতকে উৎপাদন হয় ২৫০ মণ।

কৃষক আনোয়ারুল ইসলাম বলেন, ছয় মাসের জন্য অন্যের জমি বখরা নিছি। একদোনে ৩ হাজার টাকা দেওয়া লাগবে। কিছু টাকা লাভের ওপর নিছি, কিছু কিস্তির ওপর আর কিছু টাকা সংসার থেকে টান দিচি। সার কিটনাশক বাকি নিছি, এখন সেগুলো পরিশোধ করতেছি। তাও লাখ দুয়েক টাকা টেকপে (মুনাফা)। এইভাবে গত পাঁচ বছর থাকি মানসের জমিত আবাদ করিয়ে একনা জমি কিনছি, বাড়ি করছি। ছৈলপৈল নিয়ে ভালো আছি।

নুরুল ইসলাম বলেন, আমি কুমড়ে গাড়ছি দশ দোন, খরচ গেইছে ৬০ হাজার টাকা। আর এখন পর্যন্ত বিক্রি করছি ১ লাখ ২০ হাজার টাকা। আরও না হলেও লাখ টাকা বিক্রি করব। এবার একটু রেট ভালো।

চরের কৃষকরা বলছেন, এসব কৃষিপণ্য আনা-নেওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কৃষকের জন্য কষ্ট কম হবে। তারা আরও লাভবান হবেন।

চরের বাসিন্দাদের উৎপাদিত মিষ্টিকুমড়া মালয়েশিয়া ও সিঙ্গাপুরে রপ্তানি হচ্ছে। রংপুর এগ্রো লিমিটেডের মালিক হাবিবুর রহমান জানান, গত ৩৫ দিনে ২০০ টন মিষ্টিকুমড়া সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় রপ্তানি করা হয়েছে। সবচেয়ে বেশি যাচ্ছে মালয়েশিয়ায়।

তিনি বলেন, প্রতিটি মিষ্টিকুমড়া আলাদাভাবে সাদা কাগজে মুড়িয়ে একটি বস্তায় ২০ কেজির প্যাকেট করা হয়। সেই বস্তা কেনা হয় ৫৪০ টাকায়। আমার এবার ৫০ কোটি টাকার ওপরে রপ্তানির ইচ্ছা আছে।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, এটি খুবই ভালো খবর। এই কুমড়া সংরক্ষণ এবং আরও ব্যাপকভাবে রপ্তানি করা যায়, সে বিষয়ে আমরা কাজ করব।

সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সুইচকন্ট্রাক বাংলাদেশ নামে একটি সংস্থায় চরের মানুষ এবং কৃষি নিয়ে কাজ করেন মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আমরা এই চরের মানুষদের সুসংগঠিত করছি, চরের জমিতে চাষ করতে প্রয়োজনীয় সব সহযোগিতা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুরে সৎসঙ্গ আশ্রম মন্দির উদ্বোধন

রেলপথ ও সড়ক পথ অবোরধের হুঁশিয়ারি ছাত্রলীগের

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

দেশের অসংখ্য মানুষ খাবারের কষ্ট পাচ্ছে : চরমোনাই পীর

শৈলকুপায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজকের সেহরি ও ইফতারের সময়সূচি (৩০ মার্চ ২০২৪, শনিবার)

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সিন্ডিকেট চক্র সরকারকে নিয়ন্ত্রণ করছে : ডা. ইরান 

অহেতুক কথা বলে হাস্যাস্পদ হবেন না : সরকারকে আলাল

জমির দাবিতে বাবার কবরে শুয়ে দাফনে বাধা

১০

লাইলাতুল কদর চেনার আলামত

১১

বিএএফ শাহীন কলেজ ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি 

১২

গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আ.লীগ : প্রিন্স 

১৩

বুয়েটে ছাত্র রাজনীতি প্রতিরোধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ৬ দফা দাবি

১৪

চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

১৫

রোববার থেকে নতুন টাকা পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়

১৬

২৫ রমজানের মধ্যে বেতন-বোনাস দেওয়ার আহ্বান বাম জোটের 

১৭

মাইকিং করে বিক্রি হচ্ছে তরমুজ, তবুও মিলছে না ক্রেতা

১৮

রেলের অনলাইন টিকিটে ডিজিটাল জালিয়াতি

১৯

এসকেএফ ফার্মাতে চাকরি, কর্মস্থল ঢাকা

২০
*/ ?>
X