
অবশেষে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদ্য অনুমোদিত কমিটি থেকে বাদ পড়লেন সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি হালিমুল হক মীরু। কমিটি অনুমোদন হওয়ার পর বিভিন্ন অভিযোগে তা স্থগিত রাখা হয়। ১৮ দিন পর গত বৃহস্পতিবার হালিমুল হক মীরুসহ দু-একজনকে সংযোজন-বিয়োজন করে অনুমোদন দেওয়া হয়।
গতকাল শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শাহজাদপুরে সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি সাবেক মেয়র হালিমুল হক মীরুকে সদ্য অনুমোদিত জেলা
আওয়ামী লীগের সদস্য পদ থেকে বাদ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। তার পরিবর্তে ফিরোজ নামে একজনকে সদস্য করা হয়েছে। এ ছাড়াও কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র নিজাম উদ্দিনের নামও সদস্য পদ থেকে বাদ দেওয়া হয়েছে।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কে এম হোসেন আলী হাসান সভাপতি ও আব্দুস সামাদ তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। প্রায় এক বছর পর গত ১৯ ফেব্রুয়ারি দলটির ৭৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ২৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে স্থান পান সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক পৌর মেয়র হালিমুল হক মীরু।