দুলাল হোসেন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

রাজউকে গায়েব নথি অনুমোদনের জন্য ফের জমার নির্দেশ

রাজউকে গায়েব নথি অনুমোদনের জন্য ফের জমার নির্দেশ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্ভার থেকে গায়েব হওয়া ৩০ হাজার নথি উদ্ধার হয়নি। এসব নথি উদ্ধার হওয়ার আশাও একেবারে ক্ষীণ। গায়েব হওয়া নথির মধ্যে যেগুলো অনুমোদনের অপেক্ষায় ছিল, তা ফের অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজউক। নথিগুলো আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফের জমা দিতে হবে। এ সময়ের মধ্যে জমা না হলে তা বাতিল হয়ে যাবে। রাজউক থেকে এ তথ্য পাওয়া গেছে।

রাজউকের একাধিক কর্মকর্তা বলেছেন, ২০২২ সালের ৬ ডিসেম্বর রাজউকের সার্ভার হ্যাক হয়। এরপর ২১ ডিসেম্বর সার্ভার উদ্ধার করা হলেও তাতে কোনো নথি পাওয়া যায়নি। সার্ভারে থাকা ২০১৯ সালের ২ মে থেকে ২০২২ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত নগর পরিকল্পনা শাখার প্রায় ৮ হাজার ভূমি ব্যবহার আবেদন ও ইমারত নির্মাণ শাখায় ২২ হাজার নকশা অনুমোদন-সংক্রান্ত আবেদনসহ মোট ৩০ হাজার নথি গায়েব হয়ে যায়। এখন পর্যন্ত রাজউকের সার্ভার থেকে গায়েব হওয়া নথিপত্র ফেরত পাওয়া যায়নি। এগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা তেমন নেই। যারা ভূমি ব্যবহার ছাড়পত্র ও ইমারতের নকশা অনুমোদনের জন্য বিভিন্ন দালিল-দস্তাবেজ সহকারে আবেদন জমা দিয়েছিলেন, এখন তাদের আবার জমা দিতে হবে। এতে করে তারা আর্থিক ক্ষতিসহ নানাভাবে হয়রানির শিকার হবেন।

রাজউকের নগর পরিকল্পনা শাখার এক কর্মকর্তা বলেছেন, নথিপত্র গায়েব হওয়ার ঘটনা সাধারণ কোনো ঘটনা নয়। এটি একটি সাবোট্যাজ হতে পারে। রাজউকের কোনো কোনো কর্মকর্তা ও টেকনো হেভেনের কর্মকর্তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। গুরুত্বপূর্ণ এসব নথি হারিয়ে যাওয়ার কারণে সংশ্লিষ্ট গ্রাহকরা নানা রকম ভোগান্তির শিকার হন।

নাম প্রকাশ না করার শর্তে রাজউকের এক উপপরিচালক কালবেলাকে বলেছেন, রাজউকের সার্ভার থেকে ৮ হাজার ভূমি ব্যবহার এবং ২২ হাজার নকশা অনুমোদন-সংক্রান্ত নথিসহ প্রায় ৩০ হাজার নথি সার্ভার থেকে গায়েব হয়ে গেছে। এসব উদ্ধারে জোর চেষ্টা চলছে। দীর্ঘ সময় পার হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। এসব নথি ফিরে পাওয়া যাবে কিনা, তাও বলা মুশকিল। তিনি আরও বলেন, গায়েব হওয়া নথির মধ্যে কয়েক হাজার নথি ছিল অনুমোদনের পর্যায়ে। যারা এরই মধ্যে অনুমোদন পেয়েছেন তাদের কাছে নথিপত্রের কপি আছে। আবার যারা ভূমি ব্যবহার বা নকশা অনুমোদনের জন্য আবেদন জমা দিয়েছেন তাদের কাছেও কপি আছে। যারা অনুমোদন পেয়ে গেছেন তাদের এখন তেমন কোনো সমস্যা নেই। তবে যাদের আবেদন অনুমোদনের অপেক্ষায় আছে, তারা অনুমোদন না পেলে কাজ শুরু করতে পারবেন না। এ অবস্থায় রাজউক সিদ্ধান্ত নিয়েছে, যাদের আবেদন অনুমোদনের অপেক্ষায় আছে তাদের প্রত্যেকের কাছে থাকা কপি ফের অনলাইনে জমা নেওয়ার। তাদের আবেদন ফের জমা হলেই অনুমোদন কাজ সম্পন্ন করা হবে। রাজউক থেকে উন্নয়ন নিয়ন্ত্রণ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজউকের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কাজী মোহাম্মদ মাহবুবুল হক বলেন, আমরা এখনো কোনো নথি উদ্ধার করতে পারিনি। এর মধ্যে যেসব অনুমোদনের অপেক্ষায় ছিল সেগুলো রি-সাবমিট করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়টি আমাদের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখা দেখভাল করছেন।

নথি রি-সাবমিটের বিষয়ে কথা বলতে গতকাল শনিবার রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ-১ শাখার পরিচালক প্রকৌশলী মো. মোবারক হোসেনের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি ।

রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ-১) প্রকৌশলী মো. মোবারক হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, রাজউকের আওতাধীন এলাকায় ইমারত নির্মাণ অনুমোদন ও বিশেষ প্রকল্প ছাড়পত্র অনুমোদন আবেদন ২০১৯ সালের ২ মে থেকে অনলাইনে নিষ্পত্তি করা হচ্ছে। অনলাইনে উল্লিখিত কার্যক্রম শুরুর পর থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন সময়ে প্রয়োজনীয় তথ্য, কাগজপত্র সংশোধিত নকশা দাখিলের জন্য অনলাইনে রাজউক থেকে সেবা গ্রহীতার আইডিতে প্রেরণ করা হয়েছে। রি-সাবমিট স্টেজে যেসব আবেদন আবেদনকারীর আইডিতে তথ্য, কাগজপত্র, সংশোধিত নকশা দাখিলের জন্য পেন্ডিং আছে সেসব আবেদনের নথির রি-সাবমিটের মেয়াদ আগামী ২৮ ফেব্রয়ারি পর্যন্ত নির্ধারণ করা হলো। এরপর আর রি-সাবমিটের মেয়াদ বৃদ্ধি করা হবে না। ওই সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য, কাগজপত্র ও সংশোধিত নকশা ফি প্রদানে ব্যর্থ হলে ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, অপসারণ ও সংরক্ষণ) বিধিমালা, ২০০৮ বিধি-১৪ (২) অনুসারে আবেদন বাতিল বলে গণ্য হবে।

রাজউকের তথ্যমতে, সংস্থাটির আওতাধীন এলাকায় কোনো ভবন নির্মাণ করতে হলে তার আগে রাজউক থেকে ভূমি ব্যবহারের ছাড়পত্র ও নকশার অনুমোদন নিতে হয়। ২০১৬ সালে রাজউকের ৮টি অঞ্চলের মধ্যে শুধু অঞ্চল-৫-এর ভূমি ব্যবহার ছাড়পত্র অনলাইনে প্রদানের যাত্রা শুরু করলেও ২০১৮ সালে রাজউকের সবকটি অঞ্চলের সঙ্গে যুক্ত হয়। এরপর ২০১৯ সালের ২ মে ভূমি ব্যবহার ছাড়পত্রের সঙ্গে নকশার অনুমোদন সেবাও অনলাইনের আওতায় আনা হয়। ওই সময় থেকে ২০২০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত সময়ে ভূমি ব্যবহার-সংক্রান্ত ৮ হাজার আবেদন ও ইমারত নির্মাণ-সংক্রান্ত ২২ হাজারের বেশি আবেদন অনলাইনে জমা পড়ে। রাজউক এসব আবেদনপত্র যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভূমি ব্যবহারের ছাড়পত্র ও অনুমোদিত ইমারতের নকশা ওয়েবসাইটে আপলোড করে। সংশ্লিষ্ট আবেদনকারী ওয়েবসাইট থেকে অনুমোদিত কপি ডাউনলোড করে সংরক্ষণ ও ভবনের নির্মাণ কাজ করে থাকেন।

নথি গায়েব হওয়ার পর রাজউকের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কাজী মোহাম্মদ মাহবুবুল হক কালবেলাকে বলেছিলেন, সার্ভার থেকে যেসব নথিপত্র গায়েব হয়েছে, সেটি রাজউকের নিজস্ব সার্ভার নয়। এটি নিরাপদ ডাটা সেন্টার অর্থাৎ সরকার নিয়ন্ত্রণাধীন কালিয়াকৈরের বাংলাদেশ ডাটা সেন্টারে স্পেস নিয়ে সেখানে এসব ডাটা সংরক্ষণ করা হয়। আর এ সেবাটি আমাদের দিয়ে থাকে টেকনো হেভেন কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। গত বছরের নভেম্বর মাসে টেকনো হেভেনের সঙ্গে রাজউকের চুক্তি হয়। এখন তারা চেষ্টা করছে নথিগুলো রিকভারি করার। আবার বাংলাদেশ ডাটা সেন্টার কর্তৃপক্ষও চেষ্টা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে কুমিল্লায় গাছ লাগাচ্ছে ছাত্রলীগ

ফরিদপুরের ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে : আব্দুর রহমান

২৪ ঘণ্টায় যুবলীগ ও ছাত্রলীগের ২ কর্মী খুন

ইরান-ইসরায়েল সংঘাতে বিপদে জর্ডান

‘হারল্যান স্টোর’ মিরপুর-১০ শাখার উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া

ভোলায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

ফিতরা জাকাতের টাকা চেয়ে খুদে বার্তায় প্রতারণার ফাঁদ

এক সপ্তাহের মধ্যেই পরমানু বোমার ইউরেনিয়াম পাবে ইরান!

ননদের বিয়েতে টিভি উপহার দিতে চাওয়ায় স্বামীকে হত্যা

মেঘনা নদীতে ভেসে এলো খণ্ডিত পা

১০

ঈশ্বরদীতে হিটস্ট্রোকে স্বর্ণকারের মৃত্যু

১১

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

১২

নারী চিকিৎসকের সেবা নেওয়া রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি : গবেষণা

১৩

সরকারকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

১৪

দেশে ফিরে কারাগারের লোমহর্ষক বর্ণনা দিলেন তারা

১৫

হরমোনজনিত সমস্যায় দেশের ৫০ শতাংশ মানুষ, জানেন না ৯০ শতাংশই

১৬

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

১৭

বুয়েটে হিযবুত ও শিবিরের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশই শুধু সমস্যা!

১৮

রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিল বিমান 

১৯

আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি

২০
*/ ?>
X