কারামুক্ত হয়ে ক্ষমা চাইলেন নোবেল

মাইনুল ইসলাম নোবেল।
মাইনুল ইসলাম নোবেল।ছবি : সংগৃহীত

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল জামিনের পর কারামুক্ত হয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে মুক্ত হন। এ সময় তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি কথা দিলাম, উত্তরবঙ্গে ও শরীয়তপুরে গিয়ে দুটি কনসার্ট করে দেব। সুন্দরভাবে এ দুটি প্রোগ্রাম উপহার দেব।

এদিন নোবেলকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এর পর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক হুমায়ুন কবির তাকে

কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে আবেদন করেন। শুনানি মামলার বাদী সাফায়েত ইসলাম ছিলেন। এ সময় বাদী আদালতকে বলেন, তিনি টাকা বুঝে পেয়েছেন। জামিন দিলে তার কোনো আপত্তি নেই। এর পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এ মামলায় গত ১৯ মে রাতে নোবেলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন গত ২০ মে শেষে আদালত জামিন নামঞ্জুর করে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রতারণার অভিযোগে গত ১৬ মে রাজধানীর মতিঝিল থানায় শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলা করেন। পরদিন গত ১৭ মে আদালত এ মামলার এজাহার গ্রহণ করে ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com