কর্মী নেওয়া স্থগিত করল মালয়েশিয়া

কর্মী নেওয়া স্থগিত করল মালয়েশিয়া
ছবি : সংগৃহীত

নতুন বিদেশি কর্মী নেওয়ার প্রক্রিয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে মালয়েশিয়া। গতকাল শনিবার দেশটির মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার এ তথ্য জানান। কর্মসংস্থানের জন্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষের গন্তব্য এশিয়ার এ দেশ। খবর ফ্রি মালয়েশিয়া ডটকমের।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী বলেন, প্রথম ধাপে ৯ লাখ ৯৫ হাজার ২৯৬ শ্রমিককে মালয়েশিয়ায় কাজ করার অনুমোদন দেওয়া হয়েছে। নিয়োগকর্তারা যেন সুষ্ঠুভাবে এসব শ্রমিক নিয়ে আসতে পারেন, সে ব্যবস্থা করতেই সাময়িক সময়ের জন্য শ্রমিক নেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন শ্রমিক আসার অনুমোদনের নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এর মধ্যে যেসব নিয়োগদাতা অবৈধ কর্মীদের নিয়োগ দেওয়ার আবেদন জানিয়েছিলেন, সেটিও থাকবে। মানে অবৈধদের বৈধভাবে কাজ করার অনুমোদনও স্থগিত হয়ে গেছে। অনুমোদন পাওয়া শ্রমিকরা মালয়েশিয়ায় কাজে যোগ দেওয়ার পর শ্রমিক নেওয়ার প্রক্রিয়া চালুর বিষয় পর্যালোচনা করা হবে বলে জানান শিবকুমার। ২০১৮ সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনার পর ২০২২ সালের ৮ আগস্ট থেকে আবারও দেশটিতে যাওয়া শুরু করেন দেশি প্রবাসীরা।

গত ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে ৩ লাখ ১৪ হাজার ৪৭৩ কর্মী মালয়েশিয়া যাওয়ার অনুমোদন পান। এর মধ্যে ৫ মার্চ পর্যন্ত দেশটিতে গেছেন ১ লাখ ২১ কর্মী।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com