খুলনা ব্যুরো
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০৯:২১ এএম
প্রিন্ট সংস্করণ

বৈঠকে আসেনি সমাধান ফিরে যাচ্ছেন রোগীরা

বৈঠকে আসেনি সমাধান ফিরে যাচ্ছেন রোগীরা

ভুল চিকিৎসার অভিযোগ এনে খুলনা নগরীতে চিকিৎসকের ওপর পুলিশের হামলা ও মামলার ঘটনায় কর্মবিরতি পালন করছেন খুলনার চিকিৎসকরা। গতকাল শুক্রবার ছিল টানা কর্মবিরতির তৃতীয় দিন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য গতকাল আন্দোলনরত বিএমএ নেতাদের সঙ্গে আলোচনায় বসে সরকারের স্বাস্থ্য বিভাগের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। কিন্তু সেখান থেকেও কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি। এদিকে চিকিৎসকদের কর্মবিরতিতে স্বাস্থ্যসেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। মুমূর্ষু রোগী ছাড়া কেউ পাচ্ছেন না চিকিৎসাসেবা।

এদিকে টানা কর্মবিরতি অব্যাহত থাকায় ভেঙে পড়েছে খুলনার স্বাস্থ্যসেবা। আন্দোলনরত চিকিৎসকরা হামলাকারী অভিযুক্ত পুলিশের এএসআই নাইমুজ্জামানসহ হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনড় রয়েছেন। আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা ভাবছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, কর্মবিরতি অব্যাহত থাকায় এই সময় শুধু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ রোগীর মৃত্যু হয়েছে। খুলনা সদর হাসপাতালের চিকিৎসকরা বহির্বিভাগে রোগী দেখছেন না। নতুন করে রোগী ভর্তিও করানো হচ্ছে না। তবে শুধু জরুরি বিভাগে মুমূর্ষু রোগীর সেবা প্রদান করা হচ্ছে। একই চিত্র দেখা গেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের হাসপাতাল, খুলনার একমাত্র শিশু হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। যে সব রোগী চিকিৎসকদের আন্দোলন শুরুর আগেই ভর্তি হয়েছিলেন তারাও রয়েছেন চিকিৎসা সংকটে। চিকিৎসক কর্মবিরতিতে খুলনার স্বাস্থ্যসেবা চরম বিপর্যয়ের দিকে যাচ্ছে। ক্লিনিক কর্তৃপক্ষ বলছে, কর্মবিরতি অব্যাহত থাকায় কোনো চিকিৎসক নেই। বাধ্য হয়ে সব কর্মকাণ্ড বন্ধ রাখতে হয়েছে।

সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য শুক্রবার বিএমএ নেতাদের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) রাশেদা বেগম, পরিচালক (প্রশাসন) সামিউল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ডা. আদনানসহ চার সদস্য। সভা শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট মন্তব্য করা না হলেও চিকিৎসা না পেলে মারা যেতে পারেন, এমন রোগীদের ক্ষেত্রে যেন কোনোরূপ অবহেলা না হয় এবং বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার আহ্বান জানানো হয়। এ সময় আন্দোলনরত চিকিৎসকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এমন অপ্রীতিকর ঘটনার জন্য কোনোভাবেই চিকিৎসকরা দায়ী নন। দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা রয়েছে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে। হাসপাতালে পর্যাপ্ত জনবল নেই। প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ নেই। রোগ নির্ণয়ের আধুনিক প্রযুক্তি নেই। রয়েছে চিকিৎসক সংকট। এসবের সমাধান অতি জরুরি।

খুলনা বিএমএর সভাপতি ডা. বাহারুল আলম জানিয়েছেন, একের পর এক চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। যদি এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হয় তা হলে একজন চিকিৎসক কীভাবে মানুষের সেবা করবে।

তিনি আরও জানান, কর্মসূচি অব্যাহত থাকবে। তবে জরুরি বা মুমূর্ষু রোগী কোনোভাবেই সেবা প্রদান থেকে বঞ্চিত হবেন না। শুক্রবার রাতে সাধারণ পরিষদের জরুরি সভায় বসবে বিএমএ। সেই সভা থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চিকিৎসকরা তাদের দাবিতে অনড় বলে মন্তব্য করেন এই নেতা।

গত ২৫ ফেব্রুয়ারি খুলনার শেখ পাড়াস্থ হক নার্সিং হোমে অপারেশন চলাকালে সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত এএসআই নাঈমুজ্জামান চিকিৎসক নিশাত আব্দুল্লাহর ওপর হামলা করে। এই ঘটনার প্রতিবাদে এবং এএসআই নাঈমসহ হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে খুলনা বিএমএ কর্মবিরতি শুরু করে। এই ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানায় পৃথক পৃথক মামলাও করা হয়। ডাক্তার নিশাতের পক্ষ থেকে তার ওপর হামলার অভিযোগে মামলাটি করা হয়েছে। অন্যদিকে ডা. শেখ নিশাত আব্দুল্লাহর বিরুদ্ধে শ্লীলতাহানি, চিকিৎসায় অবহেলা, ইভ টিজিংসহ নানা অভিযোগ এনে মামলা করেছেন পুলিশকর্তা নাঈমের সহধর্মিণী নুসরাত আরা। নাঈমকে ইতোমধ্যে ক্লোজ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারল কৃষককে

বাবার বাড়ি যাওয়ায় স্ত্রীকে ২৭টি কোপ দিলো স্বামী

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ব্যারিস্টার খোকনের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি 

বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

বাংলাদেশের দাবদাহ নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

অনুষ্ঠিত হলো বিইউএইচএস -এর প্রথম সমাবর্তন

ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে : ম্যাখোঁ

ছেলেদের দোষে ডুবছেন মাহাথির মোহাম্মদ

হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপাকড়

১০

তীব্র তাপপ্রবাহে বৃষ্টি চেয়ে হাজারো মুসল্লির কান্না

১১

মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

১২

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

১৩

কারিগরির ফাঁকা সনদ মিলল তোষকের নিচে, গ্রেপ্তার কম্পিউটার অপারেটর

১৪

ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

১৫

ভোট দিলে যে শহরে মিলবে ফ্রি বিয়ার, ট্যাক্সিসহ নানা সুবিধা

১৬

কুমিল্লায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

১৭

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

১৮

চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

১৯

সুইজারল্যান্ডে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি তুলে ধরলেন শিক্ষামন্ত্রী 

২০
*/ ?>
X