সাগরতলের আবাসে থাকতে চান ১০০ দিন

সাগরতলের আবাসে থাকতে চান ১০০ দিন
ছবি : সংগৃহীত

সাগরতলের একটি আবাসে ১৬ দিন পার করেছেন যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। এ আবাসের অবস্থান পানির ২২ ফুট গভীরে। তবে এখানেই থামতে চান না তিনি। তার লক্ষ্য, সেখানে অন্তত ১০০ দিন থাকা। জো দিতুরি নামের ওই শিক্ষক যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। তিনি থাকছেন সাগরতলের একটি হোটেলে। এর নাম জুলস আন্ডারসি লজ।

দিতুরি জানান, সাগরতলের আবাসে টানা ১০০ দিন থাকার লক্ষ্য তার। এর মাধ্যমে তিনি বিশ্বরেকর্ড গড়তে চান। বর্তমানে এ রেকর্ডের মালিক ব্রুস ক্যানট্রেল ওজেসিকা ফেইন। তারা ২০১৪ সালে এ হোটেলেই টানা ৭৩ দিন থেকে ছিলেন।

এ কাজে দিতুরি চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরনের অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান। এ ছাড়া সহযোগিতা পাবেন শিক্ষার্থীদেরও। তারা সাগরতলের হোটেলে মাঝেমধ্যে ওই শিক্ষককে দেখতে যাবেন। সূত্র: ইউপিআই

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com