
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করেছে দুদক। গতকাল তার ঠিকানায় তলবি নোটিশ পাঠানো হয়। তাকে ৬ ও ৭ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদকের তথ্যমতে, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ভুয়া ব্যাংক হিসাবে অবৈধ লেনদেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে। দুদকের উপ-পরিচালক মো. আলী আকবরের নেতৃত্বে দুটি আলাদা অনুসন্ধান টিম এসব অভিযোগ অনুসন্ধান করছে। দুই টিমের অন্য দুই সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান ও
মো. আলিয়াজ হোসেন। অভিযোগ অনুসন্ধানের টিম তাকে ২১ ও ২২ মে সকাল ১০টায় দুদকে তলব করে। তিনি সময় চেয়ে আবেদন করেন। তার আবেদন আমলে নিয়ে তাকে আগামী ৬ ও ৭ জুন দুদকে হাজির হতে ফের নোটিশ দেওয়া হয়। নোটিশ দেওয়ার বিষয়টি দুদকের অনুসন্ধান টিম নিশ্চিত করে।