
পবিত্র রমজান সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম। এ উপলক্ষে দেশব্যাপী এক কোটি কার্ডধারী স্বল্প আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে দেওয়া হবে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি ছোলা ও এক কেজি খেজুর।
দুই পর্বে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের মধ্যে প্রথম পর্বের ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কার্যক্রম আজ বৃহস্পতিবার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
গতকাল বুধবার সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে এতে দ্বিতীয় পর্বের সময় সূচির বিষয়ে কোনো তথ্য জানানো হয়েনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ মার্চ থেকে (আজ) ঢাকা মহানগরীসহ সারা দেশে বিক্রয় কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রমে ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হবে।
শুধু ঢাকা সিটিতে কার্ডধারী প্রতিজন ভোক্তা ৬০ টাকা করে এক কেজি চিনি; ৭০ টাকা করে দুই কেজি মসুর ডাল; ১১০ টাকা করে দুই লিটার সয়াবিন তেল; ৫০ টাকা করে এক কেজি ছোলা এবং ১০০ টাকা করে এক কেজি খেজুর কিনতে পারবেন।