
ইউটিউবে কনটেন্ট আপলোড করে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন জাপানের ইয়োশিকাজু হিগাশিতানি। সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে হয়েছিলেন দেশটির পার্লামেন্ট সদস্য তথা এমপি। কিন্তু এরপর আর নিজের খ্যাতির প্রতি সুবিচার করতে পারেননি তিনি। নির্বাচিত হওয়ার পর এক দিনও যাননি পার্লামেন্টে। এ কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। অনুপস্থিতির কারণে জাপানের পার্লামেন্টের ইতিহাসে কোনো আইনপ্রণেতাকে বরখাস্তের ঘটনা এটিই প্রথম।
গতকাল মঙ্গলবার সিনেটের সহকর্মীরা তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেন। সাত মাস আগে নির্বাচিত হওয়ার পর কখনোই পার্লামেন্টের কোনো সেশনে উপস্থিত ছিলেন না হিগাশিতানি। টানা অনুপস্থিতির কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় পার্লামেন্টের শৃঙ্খলা কমিটি। গত জুলাইয়ে বিরোধী দল সেজিকা-জোশি-৪৮ থেকে পার্লামেন্টের উচ্চকক্ষে এমপি নির্বাচিত হন তিনি।
পার্লামেন্টে অনুপস্থিতির কারণে গত সপ্তাহে সশরীরে হাজির হয়ে ক্ষমা চাইতে বলা হলেও সর্বশেষ মঙ্গলবার অধিবেশনেও উপস্থিত হননি ওই ইউটিবার এমপি। ইউটিউবে তিনি গাশি নামে পরিচিত। সেলিব্রেটিদের নিয়ে গসিপ বা পরচর্চামূলক ভিডিও নির্মাণের জন্য জনপ্রিয় হিগাশিতানি। সূত্র বিবিসি।