দরজা-জানালায় কোটির কারবার

কিশোরগঞ্জের ভৈরবে বাজারে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে পুরোনো দরজা-জানালা।
কিশোরগঞ্জের ভৈরবে বাজারে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে পুরোনো দরজা-জানালা।ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে ভৈরব বাজার। সড়ক ও নদীপথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ক্রেতা-বিক্রেতাদের কাছে এ বাজারের গুরুত্বও অন্যরকম। দেশের আর দশটা বাজারের মতো স্থানীয়দের নিত্যপণ্যের চাহিদা মেটানোর পাশাপাশি এ বাজারের রয়েছে আরেকটি বিশেষত্ব। ভৈরব বাজারে যেসব পণ্যের ব্যবসা হয়, তার মধ্যে অন্যতম পুরোনো দরজা ও জানালা। সেগুন, আকাশি, লোহা, কাঁঠালসহ বিভিন্ন ধরনের কাঠের ও স্টিলের দরজা-জানালা বাজারমূল্যের প্রায় অর্ধেক দামে পাওয়া যায় এখানে।

জানা গেছে, প্রায় ৫০ বছর ধরে ভৈরব বাজারের টিনপট্টি ও কাঠপট্টিতে চলছে পুরোনো

দরজা-জানালার কারবার। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভেঙে ফেলা বিল্ডিং,

বাসাবাড়ি কিংবা অফিসের পুরোনো দরজা-জানালা কিনে এখানে নিয়ে আসেন ব্যবসায়ীরা। এরপর সেগুলো ধুয়ে-মুছে ও প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে বিক্রির উপযোগী করে তোলেন স্থানীয় শ্রমিকরা।

ব্যবসায়ীরা জানান, সাধারণত গামারি কাঠ দিয়ে দরজা তৈরি করলে এতে খরচ হয় প্রায় ১৪-১৫ হাজার টাকা। বিপরীতে এ বাজার থেকে একই কাঠের পুরোনো দরজা নিলে খরচ হয় ৬-৭ হাজার টাকা। আবার বার্মাটিকস সেগুন কাঠের দরজা তৈরিতে লাগে ৫০-৬০ হাজার টাকা। সেটাই তাদের কাছ থেকে নিলে খরচ পড়ে ১৫-১৬ হাজার টাকা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা পুরোনো দরজা-জানালা কিনতে আসেন এখানে। এতে দিন দিন বাড়ছে ব্যবসার পরিধি। এ ছাড়া কম দামে

দরজা-জানালা পেয়ে খুশি ক্রেতারাও। সড়ক ও নদীপথে খুব সহজে এবং কম খরচে দরজা-জানালা নিয়ে যেতে পারেন তারা। ব্যবসায়ীদের পাশাপাশি এলাকার নিম্ন ও মধ্যবিত্তরাও সামর্থ্য অনুযায়ী দরজা-জানালা কেনেন এখান থেকেই।

বর্তমানে বাজারটিতে এমন দোকানের সংখ্যা ১৫-২০টি। এসব দোকানে আকার ভেদে একেকটি দরজা বেচাকেনা হয় ৫ হাজার থেকে ৫০ হাজার টাকায়। আর জানালাপ্রতি বিক্রি হয় ১ হাজার টাকা থেকে ৩ হাজার টাকায়। খরচ বাদ দিয়ে প্রতিটি দুই পার্টের দরজা বিক্রি করে ব্যবসায়ীদের লাভ হয় ৫০০ থেকে ২ হাজার টাকা। আর এক পার্টের দরজায় লাভ হয় ১ হাজার থেকে ২ হাজার টাকা। প্রতিবছর অন্তত ১২-১৫ হাজার পিস পুরোনো দরজা-জানালা বেচাকেনা হয় এ বাজারে। সে হিসাবে বছরে প্রায় ১৫-২০ কোটি টাকার বেচাকেনা হয় এসব দোকানে।

এই বাজারে পুরোনো দরজা-জানালার ব্যবসার সঙ্গে প্রায় ২০ বছর ধরে যুক্ত আছেন হাজি মুছা মিয়া। তিনি জানান, আমাদের এখানে সরাইল, কুলিয়ারচর, রায়পুরা ও হবিগঞ্জ এলাকা থেকে লোকজন আসে এই দরজা-জানালা নিতে। এর কারণ এখানকার দরজা-জানালা মানে ভালো, দামেও সাশ্রয়।

ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ হুমায়ুন কবির বলেন, এ বাজারে দীর্ঘদিন ধরেই সুনামের সঙ্গে পুরোনো দরজা-জানালার ব্যবসা চলছে। বছরে প্রায় ১৫-২০ কোটি টাকার বেচাকেনা হয় এখানে। পুরোনো এসব দরজা-জানালার ব্যবসার কারণে অনেক মানুষের কর্মসংস্থানও হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com