ইউজিসির বাজেটে কমেছে ঢাবির হিস্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

২০২৩-২৪ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) গবেষণায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হলেও মোট বাজেট কমানো হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ঢাবির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বরাদ্দ ছিল ৮৬৪ কোটি ৯৪ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৮৫৩ কোটি ৮০ লাখ টাকা। স্বায়ত্তশাসিত জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ইউজিসির বরাদ্দ বাড়লেও আগামী অর্থবছরের জন্য ১১ কোটি টাকা কমেছে ঢাবির বেলায়। শুধু ঢাবি নয়, বরাদ্দ কমানো হয়েছে আরও চারটি বিশ্ববিদ্যালয়ের।

ইউজিসির তথ্য মতে, দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ৬ হাজার ১০৯ কোটি ১০ লাখ টাকার রাজস্ব ও ৬ হাজার ৭৬ কোটি ২৩ লাখ টাকার উন্নয়নসহ মোট ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট চূড়ান্ত করেছে কমিশন। এই বরাদ্দের সঙ্গে নিজস্ব আয় যুক্ত করে নিজ নিজ প্রতিষ্ঠানের কেন্দ্রীয় বাজেট প্রণয়ন করবে বিশ্ববিদ্যালয়গুলো।

জানা গেছে, আগামী অর্থবছরের জন্য গবেষণায় ঢাবিকে সর্বোচ্চ ১৫ কোটি টাকা বরাদ্দ দিলেও মোট বাজেট বরাদ্দ ধরা হয়েছে ৮৫৩ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে নিজস্ব আয় ৮৫ কোটি টাকা আর নিট বাজেট ৭৬৮ কোটি ৮০ লাখ টাকা।

বাজেট বরাদ্দের আগে বিশ্ববিদ্যালয়গুলো থেকে চাহিদা নেয় ইউজিসি। সে হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাহিদা কম দিয়েছে নাকি চাহিদা বেশি থাকলেও ইউজিসি কম বরাদ্দ দিয়েছে—জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ কালবেলাকে বলেন, ইউজিসি থেকে আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে বাজেটের বিষয়ে কিছুই জানানো হয়নি। কোন খাতে কমানো বা বাড়ানো হয়েছে, তা বিস্তারিত তথ্য পাওয়ার পর বলতে পারব। তিনি বলেন, আমরা

যে চাহিদা দিই, তার ধারেকাছেও তারা (ইউজিসি) দেয় না। কেন তারা কম দেয়, এর কোনো যুক্তিও দেখায় না।

ঢাবির জন্য বরাদ্দ কেন কমানো হয়েছে—জানতে চাইলে ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের কালবেলাকে বলেন, বাজেট কোথায় কমেছে? গ্রান্ট তো বেড়েছে। তাদের মতো বাজেট করলে তো হবে না।

ঢাবির বাইরে আরও ৪টি বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ এবার কমেছে। গত অর্থবছরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য ইউজিসির বরাদ্দ ছিল ৩৬৩ কোটি ১৬ লাখ টাকা। আগামী অর্থবছরের জন্য ১৮ কোটি ২৩ লাখ টাকা কমিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৪৪ কোটি ৯৩ লাখ টাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গত অর্থবছরের ৩৮১ কোটি ৯৪ লাখ টাকার বাজেট এবার হয়েছে ৩৭৭ কোটি ৭৮ লাখ টাকা। কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের বাজেট ৬২২ কোটি টাকা থেকে কমে ৫৫২ কোটি এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮৬০ কোটি টাকা থেকে কমে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে ৭৫৪ কোটি টাকা।

জানা গেছে, বরাদ্দের দিক থেকে ঢাবির পরের অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের আগামী অর্থবছরের পরিচালন বাজেটে সরকারি বরাদ্দের পরিমাণ ৪৭৯ কোটি ২১ লাখ টাকা, যা গত অর্থবছর ছিল ৪৫৬ কোটি ৭৫ লাখ টাকা। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাবে ৩৯৮ কোটি ৪৩ লাখ টাকা, গত অর্থবছরে এর পরিমাণ ছিল ৩৭৮ কোটি ৪৮ লাখ টাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন্ন পরিচালন বাজেটে সরকারি বরাদ্দের পরিমাণ ২৯৪ কোটি ১৬ লাখ টাকা, যা পূর্ববর্তী অর্থবছরে ছিল ২৭৯ কোটি ১৩ লাখ টাকা।

অন্যান্য সাধারণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৫৮ কোটি ৭৫ লাখ, ইসলামী বিশ্ববিদ্যালয় ১৭২ কোটি ৪১ লাখ, খুলনা বিশ্ববিদ্যালয় ১৬০ কোটি ৯৭ লাখ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৬০ কোটি ৫৭ লাখ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ৬১ কোটি ৭১ লাখ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ১২৯ কোটি ৫৯ লাখ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৭৫ কোটি ৫৫ লাখ, বরিশাল বিশ্ববিদ্যালয় ৫০ কোটি ৫৪ লাখ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ১৪ কোটি ২৬ লাখ ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ৭ কোটি ৪৫ লাখ টাকা পরিচালন বরাদ্দ পাচ্ছে।

কৃষিবিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৩৪৪ কোটি ৯৩ লাখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ৯০ কোটি ৬২ লাখ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ১১২ কোটি ৬০ লাখ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৮৩ কোটি ৭ লাখ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ২৭ কোটি ৪৩ লাখ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ৮ কোটি ৩৬ লাখ ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় পরিচালন বরাদ্দ বাবদ ৬ কোটি ৪ লাখ টাকা পাচ্ছে।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট ২২৮ কোটি ৪ লাখ, চুয়েট ৮৫ কোটি ২৮ লাখ, রুয়েট ১০৯ কোটি ৯৫ লাখ, কুয়েট ১১২ কোটি ২১ লাখ ও ডুয়েট ৮৮ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ পাচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৬৮ কোটি ৩৬ লাখ টাকা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১৬ কোটি ২৮ লাখ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮৯ কোটি ৯৪ লাখ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৯ কোটি ২৮ লাখ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৫ কোটি ৯৬ লাখ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮৩ কোটি ৫২ লাখ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫৫ কোটি ৩৪ লাখ, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫৮ কোটি ৮৯ লাখ, পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩ কোটি ৯৭ লাখ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৬ কোটি ৫৭ লাখ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০ কোটি ৮৪ লাখ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭ কোটি ৫৪ লাখ এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩ কোটি ৭৬ লাখ টাকা পরিচালন বরাদ্দ পাচ্ছে।

চিকিৎসাবিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিএসএমএমইউ ১৭৯ কোটি ৭৪ লাখ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ৯ কোটি ২৩ লাখ, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ১১ কোটি ৫২ লাখ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ৩ কোটি ৫৮ লাখ ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ৫ কোটি ১ লাখ টাকা অর্থ বরাদ্দ পাচ্ছে।

এর বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৩৭৭ কোটি ৭৮ লাখ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২৫১ কোটি ২ লাখ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ২৪ কোটি ৫২ লাখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ) ৫৫২ কোটি, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ৫৭ কোটি ৮২ লাখ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ৪৬ কোটি ২২ লাখ, বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ৪৬ কোটি ৮৬ লাখ, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় ১৬ কোটি ১৫ লাখ ও বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ৩৯ কোটি ৩৩ লাখ টাকা পরিচালন বরাদ্দ পাচ্ছে।

গত রোববার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ১৬৫তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়।

সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরে ইউজিসির জন্য ৭৭ কোটি ৪৫ লাখ টাকার বরাদ্দ অনুমোদন হয়। সভার কার্যপত্র তুলে ধরেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান। ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৩-২৪ অর্থবছরের মূল বাজেটের বিস্তারিত দিক তুলে ধরেন ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

চলতি ২০২২-২৩ অর্থবছরে ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সংশোধিত বাজেটে ৯ হাজার ২৬৫ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সে হিসাবে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ বেড়েছে ২ হাজার ৯২০ কোটি টাকা।

উচ্চশিক্ষায় ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য ২০২৩-২৪ অর্থবছরে মূল বাজেটে ১৭৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত ২০২২-২৩ অর্থবছরে সংশোধিত বাজেটে গবেষণা খাতে ১৫০ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছিল।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com