পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ০৯:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

হামলাকারীরা আশপাশেই আছে, রেলমন্ত্রীকে আহমদিয়ারা

হামলাকারীরা আশপাশেই আছে, রেলমন্ত্রীকে আহমদিয়ারা

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) ‘সালানা জলসা’কে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গতকাল সোমবার সকাল ১১টার দিকে জেলা শহরের উপকণ্ঠে আহম্মদনগর এলাকায় তিনি ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান। তবে বোদা উপজেলার শালশিড়ি এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্তদের ‘তোপের মুখে’ পড়েন। এ সময় তাদের চিৎকার করে বলতে শোনা যায়, এই এলাকার (শালশিড়ি) বাড়িঘরে যারা হামলা-অগ্নিসংযোগে নেতৃত্ব দিয়েছেন, তারা এখনো মন্ত্রীর আশপাশেই আছেন।

পঞ্চগড়-২ আসনের (বোদা-দেবীগঞ্জ) সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন দুপুর পৌনে ১২টার দিকে শালশিড়ি এলাকার ক্ষতিগ্রস্তদের কয়েকটি বাড়িঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি। এ সময় আহমদিয়া সম্প্রদায়ের লোকজন চিৎকার করে রেলমন্ত্রীকে বলতে থাকেন, এই এলাকার (শালশিড়ি)

বাড়িঘরে যারা হামলা-অগ্নিসংযোগে নেতৃত্ব দিয়েছেন, তারা এখনো মন্ত্রীর আশপাশেই আছেন। এই হামলাকারীদের গ্রেপ্তার করে বিচার করা না হলে তারা আত্মহত্যা করতে বাধ্য হবেন।

এদিকে বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের ফুলতলা বাজার এলাকায় হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করতে গেলে মন্ত্রীর গাড়ির সামনে এসে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ক্ষতিগ্রস্তরা। এ সময় রেলমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, ঘটনার সঙ্গে যেই জড়িত হোক, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সেখানে রেলমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াত চক্র এই হামলার ঘটনা ঘটিয়েছে। তারা নাম ব্যবহার করছে তৌহিদী জনতার। তারা ব্যবহার করছে আমাদের পবিত্র ধর্মকে। প্রধানমন্ত্রী বিদেশে থাকলেও এ ঘটনাটির বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে, এর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। এখানে যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের ব্যাপারে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া কারও গাফিলতি ছিল কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

পরে রেলমন্ত্রী আহমদিয়া সম্প্রদায়ের পুড়ে যাওয়া চিকিৎসা কেন্দ্র ও বাড়িঘর ঘুরে দেখেন। এ সময় রেলমন্ত্রীর সঙ্গে রংপুরের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুরের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল আলিম মাহমুদ, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা উপস্থিত ছিলেন।

স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি : এদিকে সংঘর্ষের ঘটনার তিন দিন পেরিয়ে গেছে। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। শহরের বিভিন্ন পয়েন্টে রয়েছে পুলিশ ও বিজিবি সদস্য। এর মধ্যে সোমবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ধীরে ধীরে বাড়ছে যানবাহনের সংখ্যা। সড়কে বেড়েছে মানুষের উপস্থিতও। ফলে জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। খুলেছে সব ধরনের দোকানপাট। প্রায় ৩৬ ঘণ্টা পরে চালু হয়েছে ইন্টারনেট পরিষেবা।

সংঘর্ষের ঘটনায় র‌্যাবের গাড়ি পোড়ানো ও বিশেষ ক্ষমতা আইনসহ কয়েকটি অভিযোগে নতুন আরও তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে র‌্যাব করেছে একটি ও পুলিশ দুটি। নতুন তিন মামলায় আসামি করা হয়েছে আরও ১ হাজার ৬০০ জনকে। নতুন করে আরও ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট মামলা হয়েছে ৬টি। মোট গ্রেপ্তার করা হয়েছে ৮১ জনকে। আর ৬ মামলায় মোট আসামি হয়েছে ৮ হাজার ২০০ জন।

পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকার নির্মাণ শ্রমিক মোবারক বলেন, গত তিন দিন ধরে কাজে যেতে পারিনি। আজ দেখছি পরিস্থিতি শান্ত তাই কাজে বের হয়েছি। আমরা কাজ না করলে খাব কী?

শহরের সিনেমা হল রোড এলাকার টেলিকম ব্যবসায়ী হৃদয় হাসান বলেন, আমরা গত তিন দিন ধরে আতঙ্কে ছিলাম। আজ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে বিক্রি কিছুটা বেড়েছে।

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, আমরা নতুন করে আরও তিনটি মামলা করেছি। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত শুক্রবার জুমার নামাজের পর আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করা কয়েকশ লোক দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। থেমে থেমে তা ছড়িয়ে গেলে রণক্ষেত্রে পরিণত হয় পঞ্চগড় শহর। সংঘর্ষের মধ্যে ট্রাফিক পুলিশের কার্যালয়ে অগ্নিসংযোগ, দোকানপাট ভাঙচুর ছাড়াও আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে আগুন দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন দেয় বিক্ষোভকারীরা। এ ঘটনায় দুজন নিহত হয়েছে এবং আহত হয়েছে অর্ধশত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে কুমিল্লায় গাছ লাগাচ্ছে ছাত্রলীগ

ফরিদপুরের ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে : আব্দুর রহমান

২৪ ঘণ্টায় যুবলীগ ও ছাত্রলীগের ২ কর্মী খুন

ইরান-ইসরায়েল সংঘাতে বিপদে জর্ডান

‘হারল্যান স্টোর’ মিরপুর-১০ শাখার উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া

ভোলায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

ফিতরা জাকাতের টাকা চেয়ে খুদে বার্তায় প্রতারণার ফাঁদ

এক সপ্তাহের মধ্যেই পরমানু বোমার ইউরেনিয়াম পাবে ইরান!

ননদের বিয়েতে টিভি উপহার দিতে চাওয়ায় স্বামীকে হত্যা

মেঘনা নদীতে ভেসে এলো খণ্ডিত পা

১০

ঈশ্বরদীতে হিটস্ট্রোকে স্বর্ণকারের মৃত্যু

১১

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

১২

নারী চিকিৎসকের সেবা নেওয়া রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি : গবেষণা

১৩

সরকারকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

১৪

দেশে ফিরে কারাগারের লোমহর্ষক বর্ণনা দিলেন তারা

১৫

হরমোনজনিত সমস্যায় দেশের ৫০ শতাংশ মানুষ, জানেন না ৯০ শতাংশই

১৬

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

১৭

বুয়েটে হিযবুত ও শিবিরের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশই শুধু সমস্যা!

১৮

রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিল বিমান 

১৯

আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি

২০
*/ ?>
X