বখাটের দায়ের কোপে আহত দুই কলেজছাত্রী

আহত রিফা আক্তার শোভা।
আহত রিফা আক্তার শোভা।ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে দুই কলেজছাত্রী ‘মাদকাসক্ত বখাটে’ যুবকের অতর্কিত হামলার শিকার হয়েছে। এতে আহত একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রোববার উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম জোরালপুরে এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি শরিফা আক্তার শোভা ওই এলাকার কৃষক শরিফুল ইসলামের মেয়ে। শেফালী খাতুনের বাবার নাম বজলুর রহমান। তারা শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ওই বখাটের নাম আশিক শেখ। সে একই এলাকার সলেমান শেখ ওরফে সলের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শোভা, শেফালীসহ আট থেকে দশ ছাত্রী একটি কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিল। এ সময় আশিক একটি দা হাতে নিয়ে তাদের ধাওয়া করে। দৌড়ানো অবস্থায় ওই যুবক শোভার মাথা লক্ষ্য করে কোপ মারে। শোভা হাত দিয়ে ঠেকাতে গেলে তার ডান হাতের কয়েকটি আঙুল কেটে যায়। এ সময় শোভাকে উদ্ধার করতে গেলে শেফালীকেও দায়ের উল্টো পাশ দিয়ে আঘাত করা হয়।

শোভার বাবা শরিফুল জানান, তার মেয়েকে হত্যার উদ্দেশ্যে আশিক হামলা করেছে। তিনি থানায় মামলা করবেন বলে জানায়।

ওই যুবকের বাবা সলেমান জানান, তার ছেলে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন বলেন, আহত ছাত্রীর হাতের আঙুলে সাতটি সেলাই দেওয়া হয়েছে। তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে তিনি বিপদমুক্ত।

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, বিট অফিসার কাজ করছেন এ বিষয়ে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com