আব্দুল্লাহ আল জোবায়ের
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

ভয় উপেক্ষা করে লোকারণ্য

ভয় উপেক্ষা করে লোকারণ্য

আগেরদিন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদাকে চিঠি দিয়ে বইমেলায় বোমা হামলার হুমকি দেয় জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। শঙ্কা ছিল, গতকাল শুক্রবার ছুটির দিন হলেও আতঙ্কে মেলায় পাঠক-দর্শনার্থী কমবে। তবে বোমা হামলার আশঙ্কা উড়িয়ে দিয়ে এদিন বইমেলায় ছিল উপচে পড়া ভিড়। বিক্রিও হয়েছে বেশ। তাতে খুশি প্রকাশকরা।

শিশুপ্রহর উপলক্ষে শুক্রবার সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে মেলায় আসতে থাকে শিশু-কিশোররা। শিশুপ্রহরের আনন্দ আয়োজনে শামিল হন হাজারো পাঠক-দর্শনার্থী। সিসিমপুরে উচ্ছ্বাসে মাতে ছোটরা। বেলা একটু বাড়তেই চিরচেনা রূপ নেয় মেলায় শিশুসহ সবার আকর্ষণের জায়গা শিশুপ্রহর। দুপুর গড়াতেই মেলায় ভিড় বাড়তে থাকে। সন্ধ্যা নাগাদ মেলা প্রাঙ্গণ দেখে মনে হলো, যেন তিল ধারণের ঠাঁই নেই।

শুক্রবার বিকেলে সরেজমিন দেখা যায়, জঙ্গিদের চিঠিকে কেন্দ্র করে বইমেলার দুই অংশেই আগের চেয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্য দিনগুলোতে ঢিমেতালে অবস্থা দেখা গেলেও এদিন বইমেলায় প্রবেশের আগে সবাইকে তল্লাশি করা হয়েছে।

শাহবাগ থানা পুলিশ জানায়, জিডি হওয়ার পরপরই বিষয়টি জ্যেষ্ঠ কর্মকর্তাদের জানানোর পাশাপাশি পুলিশের জঙ্গিবাদ প্রতিরোধে গঠিত বিশেষায়িত ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকেও অবহিত করা হয়েছে। বইমেলার সব প্রবেশপথে আগের চেয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রকাশক-বিক্রেতারা জানান, জঙ্গি সংগঠন হুমকি দিয়ে চিঠি পাঠালেও তার প্রভাব পড়েনি বইমেলায়।

কাকলী প্রকাশনীর প্রকাশক এ কে নাসির আহমেদ সেলিম বলেন, মেলায় জঙ্গিদের হুমকির কোনো প্রভাব পড়েনি। এখন মেলায় পাঠকই বেশি আসছেন। যারা স্টলে এসেছেন, তাদের বেশিরভাগই বই কিনে নিয়ে গেছেন।

আবিষ্কার প্রকাশনীর প্রকাশক দেলোয়ার হাসান কালবেলাকে বলেন, মেলায় আজ প্রচুর মানুষ এসেছে। বিকেল পর্যন্ত বিক্রিও অন্য ছুটির দিনগুলোর চেয়ে ভালো।

তবে উৎস প্রকাশনীর কর্ণধার মোস্তফা সেলিমের মতে, এবারের মেলায় পাঠকের চেয়ে দর্শনার্থী বেশি। শুক্রবার দিন হিসেবে ভিড় হয়, আজও ভিড় আছে। তবে একটি পরিবর্তন লক্ষ করলাম যে, মেলার শেষ শুক্রবারেও ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি।

বইমেলায় নতুন বই এসেছে ২৩৯টি : অমর একুশে বইমেলার ২৪তম দিনে গতকাল ২৩৯টি নতুন বই এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে কবিতার বই ৮৬টি।

শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার প্রদান : গতকাল মেলায় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছিল শিশুপ্রহর। সকাল সাড়ে ১০টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। সভাপতিত্ব করেন নাট্যজন ফেরদৌসী মজুমদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতাসমূহের আহ্বায়ক কাজী রুমানা আহমেদ সোমা, সায়েরা হাবীব, ফারহানা খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক-শাখায় ওয়াকিয়া নূর (প্রথম), আফফান আল হাসনাইন (দ্বিতীয়), রুজাইনাহ মারিফা (তৃতীয়); খ-শাখায় প্রত্যয় পাল রাজ (প্রথম), তাসনিয়াহ সিদ্দিক (দ্বিতীয়), শাফিন উদ্দিন আহম্মেদ (তৃতীয়), গ-শাখায় অর্নিলা ভৌমিক (প্রথম) আল মুমিনুর (দ্বিতীয়) ও জায়ীফা তাসনীম (তৃতীয়) স্থান লাভ করেন।

শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতায় ক-শাখায় আরোহী বর্ণমালা (প্রথম), অংকিতা সাহা রুদ্র (দ্বিতীয়) এবং জুমানা হোসেন (তৃতীয়); খ-শাখায় সমৃদ্ধি সূচনা স্বর্গ (প্রথম), আনিশা আমিন (দ্বিতীয়) এবং অদ্রিতা ভদ্র (তৃতীয়), গ-শাখায় আদিবা সুলতানা (প্রথম), তাজকিয়া তাহরীম শাশা (দ্বিতীয়) এবং সিমরিন শাহিন রূপকথা (তৃতীয়) স্থান লাভ করেন।

শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতায় ক-শাখায় নীলান্তী নীলাম্বরী তিতির (প্রথম), অন্বেষা মজুমদার (দ্বিতীয়) এবং সার্থক সাহা (তৃতীয়); খ-শাখায় রোদোসী নূর সিদ্দিকী (প্রথম), তানজিম বিন তাজ প্রত্যয় (দ্বিতীয়) এবং মৈত্রেয়ী ঘোষ (তৃতীয়) স্থান লাভ করে।

বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় আধুনিকতা, উত্তর-আধুনিকতা ও পরবর্তীকালের সাহিত্যতত্ত্ব শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মাসুদুজ্জামান। আলোচনায় অংশগ্রহণ করেন নিরঞ্জন অধিকারী, এজাজ ইউসুফী, বিপ্লব মোস্তাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাশিদ আসকারী।

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন আশরাফ জুয়েল, রণজিৎ সরকার, মেহেদী হাসান শোয়েব, কানিজ পারিজাত।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন রেজাউদ্দিন স্টালিন, নাজমুন নেসা পিয়ারি, রওশন ঝুনু, ফরিদা ইয়াসমিন সুমি, নাঈমা খানম, মাদুসুল হক, হাসান মাহমুদ, প্রত্যয় জসিম, মাহী ফ্লোরা, প্রসপারিনা সরকার এবং মনিরুজ্জামান রোহান। আবৃত্তি পরিবেশন করেন শাহ কামাল সবুজ, আজহারুল হক আজাদ, শিরিন সুলতানা, ফারজানা মালিক নিম্মী, অনিকেত রাজেশ। এ ছাড়া ছিল কাঙাল মজিবরের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘কাঙ্গাল হরিনাথ সাংস্কৃতিক সংগঠন’, এ. কে. আজাদের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘আনন্দন’, শাহাবুদ্দিন আহমেদ দোলনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘সুর সুধা সংগীতায়ন’, সিদ্দিকুর রহমান পারভেজের পরিচালনায় আবৃত্তি সংগঠন ‘মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র’, সুবর্না আফরিনের পরিচালনায় আবৃত্তি সংগঠন ‘কিংবদন্তী আবৃত্তি পরিষদ’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী আবিদা রহমান সেতু, আফরোজা খান মিতা, মারুফ হোসেন, আশরাফ উদাস এবং অগ্নিতা সিকদার মুগ্ধ। যন্ত্রাণুষঙ্গে ছিলেন জয় সিংহ রায় (তবলা), ডালিম কুমার বড়ুয়া (কি-বোর্ড), বিপিন চন্দ্র রায় (বাঁশি) এবং রণজিৎ বৈরাগী (দোতারা)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানির জন্য চোখের পানি ফেললেন হাজারও মুসল্লি

তীব্র গরমে যবিপ্রবিতে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা

হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

৬ বছরে সিনেমা থেকে কত টাকা আয় করল সৌদি

এল ক্লাসিকো / জানা গেল কেন ইয়ামালের গোল দেয়নি রেফারি 

অনলাইনে পাঠদানের পরামর্শ অভিভাবকদের 

৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণা

সিনেমা থেকে আয় বাড়াতে সৌদির নতুন উদ্যোগ

গাজীপুর মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির রক্তাক্ত মরদেহ

১০

নবীনদের চাকরির সুযোগ দিচ্ছে বিকাশ

১১

‘ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন সমাজ বিপ্লবী’

১২

গবেষকদের সঙ্গে এআইইউবি’র চুক্তি স্বাক্ষর ও চেক হস্তান্তর

১৩

হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

১৪

চমক রেখেই টাইগারদের প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড ঘোষণা

১৫

ভক্তদের জন্য সুখবর / আবারও ডন হয়ে আসছেন শাহরুখ

১৬

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন আগামী ৫ জুন

১৭

তীব্র দাবদাহেও রাতে কাঁথা গায়ে ঘুমান দিনাজপুরের মানুষ

১৮

অতিরিক্ত গরম থেকে বাঁচার আমল

১৯

সাত পদে ১৪ শিক্ষক নিয়োগ দিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২০
*/ ?>
X