মেডিকেল ভর্তি রেকর্ড নম্বরে রাফসানের বাজিমাত

রাফসান জামান।
রাফসান জামান।ছবি : সংগৃহীত

রংপুরের ছেলে রাফসান জামান। ধারণা করেছিলেন এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করবেন; কিন্তু সবাইকে চমকে দিয়ে এবারের মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন। সোয়া লাখ শিক্ষার্থীকে পেছনে ফেলে রাফসান এ কৃতিত্ব অর্জন করেন।

একটি বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপব্যবস্থাপক এ কে এম শামসুজ্জামান ও গৃহিণী কাউছার নাজনীনের দুই সন্তানের মধ্যে রাফসান ছোট। তার জন্ম রংপুরে হলেও বাবার চাকরির সুবাদে চট্টগ্রামের হালিশহরে বেড়ে ওঠা। প্রাথমিকের গণ্ডি পেরিয়েছেন চট্টগ্রাম গ্রামার স্কুল থেকে। এরপর কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়েছেন রাজশাহী ক্যাডেট কলেজে। উচ্চ মাধ্যমিক শেষে চট্টগ্রাম ফিরে নেমে পড়েন মেডিকেল ভর্তিযুদ্ধের প্রস্তুতিতে। গতকাল প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে চমকে দিয়েছেন সবাইকে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন রাফসান। এক ঘণ্টার ভর্তিযুদ্ধে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় তিনি পেয়েছেন সর্বোচ্চ ৯৪.২৫ শতাংশ। ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন তিনি। স্বপ্ন তার নিউরো সার্জন হয়ে মানবিক চিকিৎসক হিসেবে স্বাস্থ্যসেবা প্রদান।

ফল প্রকাশের পর তিনি কালবেলাকে বলেন, প্রথম থেকেই আগ্রহ ছিল আমি ডাক্তার হব। সেভাবেই নিজেকে তৈরির চেষ্টা করেছি। মোবাইল ফোনে আসক্ত ছিলাম না। পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম।

সন্তানের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে এ কে এম শামসুজ্জামান কালবেলাকে বলেন, আমার ছেলে প্রথম হয়েছে শুনে আমি অবাক হয়েছি। খুব খুশি লাগছে। পড়াশোনার প্রতি একাগ্রতা ও তার মনোযোগ তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে।

গতকাল রোববার দুপুরে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মিলনায়তনে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৫ হাজার ৮১৩ জন। তাদের মধ্যে পাস নম্বর পেয়েছেন ৪৯ হাজার ১৯৪ জন, যা ৩৫.৩৪ শতাংশ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com