দুর্নীতিমুক্ত স্বচ্ছ গাজীপুরের অঙ্গীকার আজমতের

গাজীপুরে রোববার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান
গাজীপুরে রোববার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান

দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ গাজীপুর সিটি করপোরেশন গঠনের ঘোষণা দিয়েছেন মেয়র প্রার্থী আজমত উল্লা খান। গতকাল রোববার শহরের প্রকৌশলী ভবন মিলনায়তনে ২৮ দফা উন্নয়ন পরিকল্পনা সংবলিত ইশতেহার তুলে ধরেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এ প্রার্থী। এ ছাড়া নাগরিকদের হোল্ডিং কর সহনীয় করা, ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি সরবরাহ, যানজট নিরসনে জয়দেবপুর রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ, সড়ক ব্যবস্থার উন্নয়নসহ বর্জ্য ব্যবস্থাপনা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিস্তারে নানা উদ্যোগের কথা বলা হয় তার ইশতেহারে।

আজমত উল্লা খান জানান, তার নির্বাচনী ইশতেহারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে ইশতেহারে ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে ‘পরামর্শক কমিটি/নগর উন্নয়ন সমন্বয় কমিটি’ গঠনের কথা জানিয়ে ক্ষমতাসীন দলের এ প্রার্থী বলেন, সেবার মান বাড়াতে অভিজ্ঞ নগরবিদ ও প্রকৌশলীদের সমন্বয়ে বিশ্বমানের একটি মাস্টারপ্ল্যান তৈরি করে জনগণের সেবা নিশ্চিত করা হবে। হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদসহ বিভিন্ন সনদের ফি ও ইউটিলিটি বিল অনলাইনের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা এবং ওয়ার্ডগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা ও ফ্রি ওয়াইফাই জোন করার উদ্যোগ নেওয়া হবে। হোল্ডিং করের হার না বাড়িয়ে রিভিউ বোর্ডের মাধ্যমে সহনশীল পর্যায়ে চূড়ান্ত করা হবে।

সরকার কর্তৃক প্রকল্প বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, তা যথাযথভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রদানের আশ্বাস দিয়ে আজমত উল্লা খান বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে সিটি করপোরেশনের পক্ষ থেকে সব নাগরিকের স্বাস্থ্যসেবা, বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া স্বল্পমূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস সেবা প্রদানের উদ্যোগ নেওয়া, দুস্থ ও অসহায় মানুষের মৃত্যুর পর প্রয়োজন অনুযায়ী কাফনের কাপড়ের ব্যবস্থা এবং সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিসহ অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে শ্রমিক, বস্তিবাসী এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য কার্ড/লাল কার্ড দেওয়া হবে।

নৌকা প্রার্থীর ইশতেহারে আরও বলা হয়, তরুণদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ও উন্নত ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে এবং একই সঙ্গে বয়স্ক ও শিশুদের মিলনস্থল ও বিনোদন কেন্দ্র হিসেবে প্রতিটি ওয়ার্ডে ‘ওয়ার্ড সেন্টার’ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সেগুলোতে কমিউনিটি সেন্টার, সেবাদান কেন্দ্র, আত্মরক্ষাসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিল্পকলা শিক্ষা কেন্দ্র, পাঠাগার প্রতিষ্ঠাসহ বহুমুখী ব্যবহার উপযোগী করা হবে।

এ ছাড়া বর্জ্য পরিশোধন কেন্দ্র স্থাপন এবং থ্রিআর পদ্ধতি অবলম্বনের মাধ্যমে বর্জ্যকে জ্বালানি শক্তিতে রূপান্তরিত করার পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিটি ওয়ার্ডে বর্জ্য সংরক্ষণ কেন্দ্র স্থাপন করে গাজীপুর সিটিকে বর্জ্য ও দুর্গন্ধমুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয় ঘোষিত ইশতেহারে।

২৫ মে গাজীপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৮ মেয়র প্রার্থী, ২৪৭ সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৭৯ নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com