বিরিয়ানির এটিএম বুথ
ছবি : সংগৃহীত

বিরিয়ানির এটিএম বুথ

বিরিয়ানি ভারতজুড়েই জনপ্রিয় একটি খাবার। এটি প্রায় প্রতি রেস্তোরাঁতেই পাওয়া যায়। বলতে গেলে, লাভজনক হওয়ায় এটি বিক্রি করে সবাই। এমনকি এটি পাওয়া যায় রাস্তার দোকানগুলোতেও। এ জনপ্রিয়তাকেই কাজে লাগিয়েছে ‘দ্য বিভিকে বিরিয়ানি’ নামে একটি প্রতিষ্ঠান, নিয়েছে ভিন্ন এক উদ্যোগ। তারা চেন্নাই শহরে চালু করেছে বিরিয়ানির জন্য এটিএম বুথ।

এ এটিএম বুথ চালু হয়েছে চেন্নাইয়ের কোলাত্তুর শহরে। সেখানে পাওয়া যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি, যা বিয়েতে মূলত পরিবেশন করা হয়।

বিরিয়ানি অর্ডার করতে হবে বুথে এসে। অর্থ পরিশোধ করতে হবে কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে। আর অর্থ পরিশোধ করলেই মিলবে ফ্রেশ বিরিয়ানির প্যাকেট।

এ বুথের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম এস বলেন, শুধু চেন্নাই শহরেই এ ধরনের আরও ১২টি বুথ চালুর পরিকল্পনা আছে আমাদের। পরে ধীরে ধীরে পুরো ভারতে এটি ছড়িয়ে দেওয়া হবে। সূত্র : এবিপি লাইভ।

Related Stories

No stories found.
logo
kalbela.com