সুশোভন অর্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩, ১০:১১ এএম
প্রিন্ট সংস্করণ

‘জিনের বাদশা’ ফুটপাত থেকে অভিজাত ঘরে

‘জিনের বাদশা’ ফুটপাত থেকে অভিজাত ঘরে

সরকারি ব্যাংকের সিনিয়র কর্মকর্তার অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে ঢাকার একটি স্বনামধন্য স্কুলের শিক্ষার্থী। সবকিছু ঠিকঠাক চলতে থাকলেও হঠাৎ করে ছেলের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করেন ব্যাংক কর্মকর্তা মা। ছেলে শুধু ঝিম মেরে চুপচাপ বসে থাকে, খাওয়া-দাওয়াও তার অনিয়মিত। শুরুতে কিছু বুঝে উঠতে না পারলেও ছেলে যে একটা কিছুতে আসক্ত হয়েছে, তা বুঝতে পারছিলেন তিনি। চোখে চোখে রাখার পর একদিন হাতেনাতে বিষয়টি ধরলেন—একটা পলিথিনে কিছু একটা নিয়ে নেশা করছিল ছেলে। এরপর জানতে পারলেন, এটা এক ধরনের আঠা। সেবনকারীদের কাছে এটি ‘ড্যান্ডি’ নামে পরিচিত।

ফুটপাতে থাকা কয়েকজন পথশিশুর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অনেকেই এই নেশাকে ‘জিনের বাদশা’, ‘রাজা’সহ নানা নামে ডাকে। আসক্ত শিশুদের কেউ কেউ বলছিল, এটার গন্ধ নিলে নিজেকে জিনদের বাদশার মতো লাগে নিজেকে। কারও ভাষ্য, এটার গন্ধ নেওয়ার পর নিজেকে রাজা, রাজা লাগে। এজন্যই এই শিশুদের মধ্যে এমন নামকরণ।

খোঁজ নিয়ে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় আসক্ত পথশিশুদের সঙ্গে কথা বলে জানা গেছে, বহু বছর ধরেই ফুটপাতে থাকা পথশিশুদের কাছে পরিচিত নেশাদ্রব্য এই ড্যান্ডি বা জিনের বাদশা। বছরের পর বছর ধরে পথশিশুরা প্রকাশ্যে পলিথিনের মধ্যে এই আঠা নিয়ে নাক ও মুখ দিয়ে গন্ধ শুকলেও তাতে কারও টনক নড়েনি। অনেকের ধারণা ছিল, ছিন্নমূল পথশিশুরা অভিভাবকের সান্নিধ্য না পেয়ে এই নেশাদ্রব্য গ্রহণ করে। তাই বিষয়টি নিয়ে শুধু আফসোস করা ছাড়া এতদিন পর্যন্ত কেউই পরিস্থিতি নির্মূলে ব্যবস্থা নেয়নি। এর মাশুল দিতে হচ্ছে এর ভয়াবহ বিস্তৃতির মধ্য দিয়ে। এখন শুধু পথশিশুরাই নয়, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও এই নেশাদ্রব্যের জালে জড়িয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু রাজধানী ঢাকা শহরেই নয়, ছিন্নমূল শিশুদের এই নেশা গ্রাস করেছে মফস্বলের বিভিন্ন জেলায় স্কুলছাত্রদেরও মধ্যে, যাদের বাবা-মা বা পরিবার রয়েছে। টাঙ্গাইল জেলা শহরের মধ্যবিত্ত পরিবারের ছেলে রাফি (ছদ্মনাম)।

অসৎ সঙ্গে জড়িয়ে নেশার দুনিয়ায় প্রবেশ করে এখন সে ড্যান্ডিতে আসক্ত। রাফির সঙ্গে কথা হয় প্রতিবেদকের। রাফির ভাষ্যে, ‘বাসা থেকে টাকা দিতে চায় না। কম টাকার মধ্যে ড্যান্ডি টানি। প্রতিদিন ৫০ থেকে ৬০ টাকার নিয়ে আসলেই হয়। সব জায়গায় পাওয়া যায়।’

জানা গেছে, নেশাদ্রব্য হিসেবে ব্যবহার করা এই আঠা জুতা কিংবা ফোমে ব্যবহৃত হয়। বিভিন্ন হার্ডওয়্যারের দোকানে এবং জুতা মেরামতকারীদের কাছে এই আঠা পাওয়া যায়। এই আঠা পলিথিনে ভরে সেই পলিথিনে মুখ ঢুকিয়ে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে টেনে নিয়ে এই নেশা করা হয়। মূলত ড্যান্ডির ঘ্রাণের মধ্যেই আসক্তি। এই ঘ্রাণের আসক্তি এমন যে, চিন্তা করার ক্ষমতা ও ক্ষুধা লাগার প্রবণতা কমে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (দক্ষিণ) সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ কালবেলাকে বলেন, তাদের কাছে থাকা তথ্য বলছে, ড্যান্ডি আসক্তের পরিমাণ আগের চেয়ে অনেক বেড়েছে। বিষয়টি নিয়ে তারা অবগত থাকলেও অফিসিয়ালি এর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারছেন না। কারণ এই আঠা নেশাদ্রব্য হিসেবে ব্যবহৃত হলেও কোনো তালিকাভুক্ত মাদকদ্রব্য নয়। যে কারণে এটি নিষিদ্ধ নয়। সচরাচর দৈনন্দিন বিভিন্ন কাজে এই আঠা ব্যবহৃত হওয়ার বিষয়টি নিষিদ্ধের পর্যায়েও আনা যাচ্ছে না।

তিনি বলেন, সচেতনতা ছাড়া এই পথ থেকে শিশুদের ফিরিয়ে আনা কঠিন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রায়ই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সভা-সেমিনার করে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলছে। মানুষের সচেতনতায় জোর প্রচারণা চালানো হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র বলছে, শিশু-কিশোরদের মধ্যে ড্যান্ডির প্রবণতা সবচেয়ে বেশি। মূলত কারণ, দাম অনেক কম ও সহজলভ্যতা। কিন্তু পথশিশুদের ছাড়িয়ে অনেক নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত ও অভিজাত পরিবারের সন্তানরাও এতে আসক্ত হয়ে পড়েছে। পথশিশুদের পরিসংখ্যান থাকলেও অন্য শ্রেণির শিশু-কিশোরদের মধ্যে কত সংখ্যক এই নেশায় বুঁদ হয়েছে, তা জানা যাচ্ছে না। পরিবারগুলো তথ্য লুকিয়ে রাখার পাশাপাশি কঠিনভাবে নেশাগ্রস্ত না হওয়ায় আপাত হাসপাতালেও ভর্তি হতে হচ্ছে না। কিন্তু দীর্ঘদিনে এটা শিশুদের ফুসফুস ও ঘ্রাণশক্তি শেষ করে দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবদাহে ঝরছে লিচুর মুকুল, দুশ্চিন্তায় দিনাজপুরে চাষিরা

তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে কুমিল্লায় গাছ লাগাচ্ছে ছাত্রলীগ

ফরিদপুরের ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে : আব্দুর রহমান

২৪ ঘণ্টায় যুবলীগ ও ছাত্রলীগের ২ কর্মী খুন

ইরান-ইসরায়েল সংঘাতে বিপদে জর্ডান

‘হারল্যান স্টোর’ মিরপুর-১০ শাখার উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া

ভোলায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

ফিতরা জাকাতের টাকা চেয়ে খুদে বার্তায় প্রতারণার ফাঁদ

এক সপ্তাহের মধ্যেই পরমানু বোমার ইউরেনিয়াম পাবে ইরান!

ননদের বিয়েতে টিভি উপহার দিতে চাওয়ায় স্বামীকে হত্যা

১০

মেঘনা নদীতে ভেসে এলো খণ্ডিত পা

১১

ঈশ্বরদীতে হিটস্ট্রোকে স্বর্ণকারের মৃত্যু

১২

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

১৩

নারী চিকিৎসকের সেবা নেওয়া রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি : গবেষণা

১৪

সরকারকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

১৫

দেশে ফিরে কারাগারের লোমহর্ষক বর্ণনা দিলেন তারা

১৬

হরমোনজনিত সমস্যায় দেশের ৫০ শতাংশ মানুষ, জানেন না ৯০ শতাংশই

১৭

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

১৮

বুয়েটে হিযবুত ও শিবিরের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশই শুধু সমস্যা!

১৯

রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিল বিমান 

২০
*/ ?>
X