রমজান উপলক্ষে টিসিবির ৫ পণ্য বিক্রি শুরু

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি

পবিত্র রমজান উপলক্ষে দেশব্যাপী এক কোটি কার্ডধারী স্বল্প আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে রাষ্ট্রায়ত্ত বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য শুরু হয়েছে। গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে দুই পর্বের বিক্রয় কার্যক্রমের প্রথম পর্বের কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় তিনি জানান, আরও বেশি মানুষকে সাশ্রয়ী মূল্যে টিসিবির আওতায় আনার লক্ষ্যে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ডের সংখ্যা আরও বাড়ানো হবে। অন্যদিকে ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চিনি সরবরাহ নিশ্চিত করতে আরও ২৫ হাজার টন চিনি কিনছে টিসিবি। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব পর্যালোচনা করে টিসিবিকে দুটি পৃথক লটে দেশি-বিদেশি প্রতিষ্ঠান থেকে ওই পরিমাণ চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রথম কিস্তি বিক্রয় কার্যক্রমে কার্ডধারী জনপ্রতি ভোক্তা ৬০ টাকা করে ১ কেজি চিনি; ৭০ টাকা করে ২ কেজি মসুর ডাল; ১১০ টাকা করে ২ লিটার সয়াবিন তেল; ৫০ টাকা করে ১ কেজি ছোলা এবং ১০০ টাকা করে ১ কেজি খেজুর কিনতে পারবেন। এ কার্যক্রমে ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হবে।

উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী বলেন, এখন এক কোটি মানুষ টিসিবির এ সেবা পাচ্ছেন। বিশ্ববাজারের কারণে দেশে পণ্যের দাম বেশি, তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে আরও বেশি মানুষকে সাশ্রয়ী মূল্যে টিসিবির আওতায় আনার লক্ষ্যেই আমরা কাজ করছি। টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা আরও বাড়ানো হবে।

তিনি বলেন, দেশের নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। প্রতি মাসে দেশের এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে তেল, ডাল, চিনি বিক্রয় করা হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে এর সঙ্গে ছোলা এবং ঢাকা সিটিতে খেজুর বিক্রয় করা হচ্ছে। চলমান বিশ্ব পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষকে সহায়তা প্রদানে বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মঞ্জুর এবং বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার টিসিবির জন্য ২৫ হাজার টন চিনি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রস্তাবের বিবৃতি পর্যালোচনা করে দেখা গেছে, স্থানীয়ভাবে গ্লোবাল করপোরেশন থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১২ হাজার ৫০০ টন চিনি কেনার প্রক্রিয়া অনুমোদন করা হয়। এতে খরচ ধরা হয়েছে ১৩২ কোটি ৫০ লাখ টাকা। আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় (ডিপিএম) পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন উইন জেনারেল ট্রেডিং এফজেডই থেকে ১২ হাজার ৫০০ টন চিনি কেনার অনুমতি পেয়েছে টিসিবি। এজন্য ব্যয় হবে ৬৮ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com