
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে আন্দোলন ও সংঘর্ষের ঘটনার পর থেকে প্রতিদিনই করা হচ্ছে নতুন নতুন মামলা। এ ঘটনায় গতকাল বুধবার সকাল পর্যন্ত মোট ১৩টি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট ১৩৫ জনকে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক অভিযান ও নজরদারিতে জেলা শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আগের মতোই খুলছে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান।
ঘটনার পর থেকে গত মঙ্গলবার বিকেল পর্যন্ত হওয়া ১০টি মামলায় মোট ১৩০ জনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর রাতভর অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে আরও তিনটি মামলা করা হয়। এতে মোট ১৩টি মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫।
জেলা শহরের আশপাশের এলাকাগুলোতে গ্রেপ্তার অভিযান চলায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে নিরপরাধ কাউকে গ্রেপ্তার করে হয়রানি করা হবে না বলে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় গত শনিবার রাতে পঞ্চগড় সদর থানায় আহমদিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে একটি এবং পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়। এরপর রোববার রাতে পঞ্চগড় সদর থানায় র্যাব বাদী হয়ে একটি এবং পুলিশ বাদী হয়ে আরও দুটি মামলা করে। সোমবার রাতে জেলার বোদা থানায় আহমদিয়া সম্প্রদায় ও পুলিশ দুটি এবং পঞ্চগড় সদর থানায় আরও দুটি মামলা করে পুলিশ। এরপর মঙ্গলবার রাতে পঞ্চগড় সদর থানায় আরও তিনটি মামলা করে পুলিশ। এতে সদর থানার মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১১টি এবং বোদা থানায় মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২টি। এসব মামলায় আসামি প্রায় ১১ হাজার বলে জানা গেছে।