আদনান চৌধুরী, জুড়ী (মৌলভীবাজার)
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০৯:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

বনমন্ত্রীর এলাকায় বন পুড়ছে আট দিন

বনমন্ত্রীর এলাকায় বন পুড়ছে আট দিন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের নির্বাচনী এলাকা মৌলভীবাজার জেলার জুড়ি ও বড়লেখা উপজেলা। এই দুই উপজেলায় অবস্থিত পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্ট। এর মধ্যে মন্ত্রীর নিজ উপজেলা বড়লেখা রেঞ্জের মধ্যে থাকা সমনভাগ সংরক্ষিত বনের আয়তন ১ হাজার ৮৫০ হেক্টর। ছোট-বড় পাহাড় এবং টিলায় বনের মধ্যে বাড়তি সৌন্দর্য যুক্ত করেছে। রয়েছে নানা ধরনের বন্যপ্রাণী এবং পশুপাখি। অবাক হলেও সত্য, কয়েক দিন ধরে এই বন আগুনে পুড়ে ছাই হচ্ছে। এরই মধ্যে প্রায় ৪০ হেক্টর এলাকা বৃক্ষশূন্য হয়ে পড়েছে। স্থানীয় বন কর্মকর্তা এবং প্রভাবশালীদের যোগসাজশে এমন ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উল্টো বন কর্মকর্তারা সাফাই গাইছেন বন ধ্বংসের পক্ষে।

স্থানীয়রা জানান, পাথারিয়া প্রাকৃতিকভাবে সাজানো-গোছানো একটি বন ছিল। তবে স্থানীয় কিছু প্রভাবশালী এবং অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশে অবাধে চলছে বৃক্ষনিধন। নানা ধরনের বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল ছিল এ বন। এক সময় এই বনে হাতি এবং মায়া হরিণের অবাধ বিচরণ ছিল। বন কাটা শুরু হওয়ার পর থেকে হাতি এবং হরিণগুলো চলে গেছে।

স্থানীয় পরিবেশকর্মীরা বলছেন, পরিবেশগতভাবে মিশ্র চিরসবুজ সমনভাগ বনাঞ্চলের এ অংশটি ইন্দো-বার্মা জীববৈচিত্র্য হটস্পটের একটি অংশ এবং এটি ভারত-বাংলাদেশের আন্তঃসীমান্তব্যাপী ছয়টি সংরক্ষিত বনাঞ্চলের মধ্যকার একটি। প্রাপ্ত তথ্যানুযায়ী ওই সমনভাগ বনাঞ্চলে প্রায় ৬০৩ প্রজাতির উদ্ভিদ এবং উভচর সরীসৃপ, পাখি ও স্তন্যপ্রায়ী প্রাণীর সমন্বয়ে মোট ২০৯ প্রজাতির মেরুদণ্ডী বন্যপ্রাণী রয়েছে। এর মধ্যে ২০ প্রজাতির উভচর, ৪৫ প্রজাতির সরীসৃপ, ১১৩ প্রজাতির পাখি ও ৩১ প্রজাতির স্তন্যপায়ীসহ অসংখ্য বিরল এবং বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল ও প্রজননক্ষেত্র। সমনভাগ বনাঞ্চলটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের মিলে চিরসবুজ একটি বনাঞ্চল এবং উদ্ভিদ ও প্রাণীবৈচিত্র্য রক্ষায় বাংলাদেশের মধ্যে সংরক্ষিত বনাঞ্চলের অবস্থান অন্যতম।

জানা যায়, বিভিন্ন সংরক্ষিত বনে সামাজিক বনায়নের করছে বন বিভাগ। সেখানে আকাশমণি, আগর গাছের চারা রোপণ করা হয়। বন বিভাগের বিটের দায়িত্বে থাকা কর্মকর্তারা সর্দারের মাধ্যমে হেক্টরপ্রতি ৩০-৪০ হাজার টাকা করে নেন। বিনিময়ে একজন ব্যক্তি বন বিভাগের ১ হেক্টর সংরক্ষিত বনের জায়গার গাছ দেখাশোনা করবেন এবং এসব গাছ বিক্রির ৪০ শতাংশ টাকা তারা পাবেন। স্থানীয় অনেকেই বলছেন, আগুন লাগার বিষয়টি স্থানীয় কয়েকজন প্রভাবশালী জানতেন। তাই তারা শ্রমিকদের মাধ্যমে বাঁশ এবং গাছ কেটে নিচ্ছেন। এরপর এসব স্থানে বৃক্ষহীন দেখিয়ে সামাজিক বনায়ন করা হবে। এতে লাভবান হন স্থানীয় প্রভাবশালী এবং বন বিভাগের অসাধু কর্মকর্তারা। এরই অংশ হিসেবে হয়তো সমনভাগের এ সংরক্ষিত বনে আগর বাগান করবে বন বিভাগ। এ কারণেই বন কর্মকর্তাদের চোখের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে বাঁশ ও বনের গাছ পরিষ্কার করা হচ্ছে বলে জানা গেছে। সংরক্ষিত এ বনে আগুন লাগার ফলে মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, ফলে হুমকির মুখে পড়ছে পরিবেশের ভারসাম্য।

সরেজমিন বনে দেখা যায়, সমনভাগ বিটের দলছড়ি ও মাকাল জোরা এলাকায় রয়েছে ছোট-বড় অনেক পাহাড়। এসব পাহাড়ের প্রায় ৪০ হেক্টর বন আগুনে পুড়ে গেছে। মারা যাচ্ছে বনে থাকা বিভিন্ন ধরনের পশুপাখি, পোকামাকড় ও জীবজন্তু। আগুনে পুড়ে অজগর, চশমাপরা হনুমান, মায়া হরিণ, কচ্ছপ, বনরুই, সজারুসহ বিভিন্ন সরীসৃপ প্রজাতির বিরল কীটপতঙ্গ মারা গেছে। তবে এক পাশ আগুনে পুড়লেও অন্য জায়গাগুলোতে চলছে বাঁশ কাটা। অন্তত ২০ শ্রমিক এসব বাঁশ কাটছেন। তবে তারা কার নির্দেশে বাঁশ কাটছেন, তা কেউই বলতে চাননি।

স্থানীয় বেশ কয়েকজন বলছেন, কয়েকদিন ধরেই বনে আগুন জ্বলছে। আমরা আগুন দেখার পর পরই বন বিভাগকে জানিয়েছি। কিন্তু বন বিভাগের কর্মকর্তারা বিষয়টিকে আমলে নিচ্ছেন না।

পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের একজন সদস্য পরিবেশকর্মী খুরশেদ আলম বলেন, একটি বন কেউ তৈরি করতে পারবে না; কিন্তু ধ্বংস করা যায় খুব সহজ। প্রাকৃতিকভাবে জন্মানো গাছপালা, লতাপাতা হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল। এগুলো যখন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে, তখন প্রাণীগুলো কোথায় যাবে? বন বিভাগের উচিত এ রকম গভীর বনকে প্রাকৃতিকভাবে রাখা। এখানে বনায়ন করলে বন থাকবে না। বন্যপ্রাণী এখন হুমকির মুখে। অচিরেই হারিয়ে যাবে এখানকার সব বন্যপ্রাণী।

এ বিষয়ে সমনভাগ বিট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরুল ইসলাম বলেন, উপকারভোগীদের মাধ্যমে ২০ হেক্টর জায়গায় একটি আগর বাগান করা হবে। সেজন্য বন কেটে পরিষ্কার করা হচ্ছে। আগুন লাগার ব্যাপারটি এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। হয়তো কেউ বিড়ি খেয়েছে এখানে। আর এটা থেকেই আগুন লেগে বনের চার-পাঁচ হেক্টর পুড়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল সড়কের বড় উপদ্রব : ওবায়দুল কাদের

ভোলায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

দেশের বাজারে কমলো সোনার দাম

এসএসসি পাসে বিভিন্ন পদে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

তুরস্কের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন হামাস প্রধান

ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন মনীষা আব্রাহাম

আলুর দামে নাভিশ্বাস

যে কারণে মোস্তাফিজের ওপর চটেছেন জাদেজা

১০

চলতি বছরে হজ প্যাকেজের খরচ কমলো

১১

রোববার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১২

দ্বিতীয় বিয়ের কারণে পুত্রের হাতে পিতা খুন

১৩

জেলেনস্কিকে ‘হত্যার ষড়যন্ত্রে’ সহায়তার অভিযোগে গ্রেপ্তার পোল্যান্ড নাগরিক

১৪

ক্ষেতে কাজ করার সময় হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

১৫

পার্কে ডেকে তরুণীকে খুন, যেভাবে বদলা নিলেন মা

১৬

শেষ ওভারে ধোনির অবিশ্বাস্য কীর্তি

১৭

প্রচণ্ড গরমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

১৮

আনোয়ার সিমেন্টে চাকরি, কর্মস্থল ঢাকা

১৯

মৌয়ালকে টেনেহিঁচড়ে নিয়ে গেল বাঘ

২০
*/ ?>
X